এশিয়া কাপে বাবর আজম একেবারেই ছন্দে ছিলেন না। এবং এর কারণে তিনি আইসিসি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তাঁর এক নম্বর জায়গাটিও হারিয়েছেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে চলতি হোম সিরিজে পাক অধিনায়ক ফর্মে ফিরে আসেন এবং সেঞ্চুরি করে তিনি ছন্দে ফেরেন। সেই সঙ্গে অনেক রেকর্ডও ভেঙে দেন।
বৃহস্পতিবার করাচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৬৬ বলে অপরাজিত ১১০ রান করেন বাবর। সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮,০০০ রান হয়ে গেল তাঁর। এই মাইলফলকে পৌঁছতে তাঁর লাগল ২১৮টি ইনিংস। পিছনে ফেললেন কোহলিকে। ভারতের প্রাক্তন অধিনায়ক টি-টোয়েন্টি ক্রিকেটে আট হাজার রানের মাইলফলকে পৌঁছতে ২৪৩টি ইনিংস নিয়েছিলেন। এই তালিকায় এখনও শীর্ষে ক্রিস গেল। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার ২১৩টি ইনিংসে আট হাজার রানের মাইলফলকে পৌঁছন।
The Babar-Rizwan show 😍
Pakistan completed their third-highest successful chase in T20Is today 👏#PAKvENG | #UKSePK pic.twitter.com/ZB9gcCpq9m
— Pakistan Cricket (@TheRealPCB) September 22, 2022
অধিনায়ক হিসেবে মাত্র তিন জন খেলোয়াড় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একের বেশি সেঞ্চুরি করেছেন। যার মধ্যে প্রথম নামটি হল রোহিত শর্মার, দ্বিতীয় সুইজারল্যান্ডের ফাহিম নাজির এবং এ বার এই তালিকায় যোগ হয়েছে বাবরের নামও। এই তিন জন খেলোয়াড়ই অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দু’টি করে সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১০ রান করেন বাবর। বাবর ৬৬ বলে ১১টি চার ও পাঁচটি ছক্কার হাত ধরে ১১০ রান করেন। আর তাঁর এই ইনিংসের হাত ধরেই সাত ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে ১-১ সমতা ফেরাল পাকিস্তান।
আরও পড়ুন: দেশের সবথেকে তরুণ অধিনায়ক টাইগার পাতৌদিকে আজ স্মরণ করার দিন