সামশুল আলম
কৃষিবিজ্ঞানী হোক অথবা শহুরে বাগানী, মাটির উর্বরতা নিয়ে চিন্তিত সকলেই। উর্বরতা বৃদ্ধির আসায় আমরা মাটিতে নানান জৈব ও অজৈব উপকরণ ব্যবহার করে চলেছি। তবে সত্যিই কি বৃদ্ধির মুখের আমাদের শখের গাছের মাটির উর্বরতা! এই নিয়ে মনের ভেতরে একটা প্রশ্ন প্রতিনিয়ত ঘুরপাক খেতেই থাকে। উর্বরতার চেয়ে যেন চিন্তার গ্রাফ বেশি উর্দ্ধমুখী। তবে টেনশন করার থেকে মাটির উর্বরতা বলতে কি বোঝায়, সেটা অবগত হওয়া বেশি কাম্য।
আরও পড়ুন: শখের গাছে পোকামাকড় বাসা বেঁধেছে? ঘরোয়া কীটনাশকেই হবে সমস্যার সমাধান!
মাটির উর্বরতা বলতে বোঝায়, উপযুক্ত পরিমাণে ও অনুপাতে উদ্ভিদ-খাদ্য সরবরাহ করার ক্ষমতা। যে মাটির প্রকৃতি উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির অনুকূল হয় এবং যে মাটিতে উদ্ভিদ-খাদ্য উপযুক্ত পরিমাণে সহজলভ্য অবস্থায় থাকে তাকেই উর্বর মাটি বলা হয়। গাছের সঠিক বৃদ্ধির জন্য মাটির উর্বরতাই সবচেয়ে বেশী দায়ী।
উর্বরতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তথ্য –
১- মাটিতে অতিরিক্ত সার ব্যবহার করবেন না। রাসায়নিক সার এড়িয়ে চলুন।
২- পর্যাপ্ত পরিমাণে জল দিন মাটিতে।
৩- গাছের প্রয়োজনীয় মৌলিক পদার্থ মাটিতে ব্যবহার করা যেতে পারে।
৪- পর্যাপ্ত সূর্যালোকে মাটি রাখতে হবে।
৫- কিছু জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। তবে রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন না।
৬- মাটিতে কেঁচো বাস করলে মাটির স্বাভাবিক উর্বরতা বজায় থাকে।
৭- মাঝেমধ্যে মাটির উপরিভাগ একটু খুঁড়ে দেওয়া ভালো।
৮- গাছের আশেপাশে গজিয়ে ওঠা আগাছা উপড়ে ফেলতে হবে।
আরও পড়ুন: Durga Puja 2022: পুজোর উপহার হিসেবে প্রিয়জনকে দিন এই পাঁচটি ইনডোর প্ল্যান্ট