Bengaluru-bound IndiGo flight grounded at Delhi airport after engine catches fire

Delhi Airport : বেঙ্গালুরুগামী ইন্ডিগোর বিমানে আগুন,দিল্লি বিমানবন্দরে জারি জরুরি অবস্থা

দিল্লি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর বিমানের (IndiGo Flight) আগুন (Fire)। জরুরি অবস্থা জারি হল দিল্লি বিমানবন্দরে (Delhi Airport)। জানা গিয়েছে, ওড়ার সময় ফ্লাইট নম্বর 6E-2131 বিমানের ইঞ্জিন থেকে আগুনের ফুলকি (Spark) দেখা যায়। তারপরই বিমানটিকে রানওয়েতে ফিরিয়ে আনা হয়। জরুরি তৎপরতায় যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয়েছে। মোতায়েন রয়েছে দমকল।

২৪ ঘণ্টা আগেই দিল্লি বিমানবন্দরকে অক্টোবর মাসে বিশ্বের দশম সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের তকমা দিয়েছে একটি সংস্থা। তার পরেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি বিমানে আগুনের শিখা দেখতে পাওয়া যায়। তার পরেই বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়।

বিমানের এক যাত্রী টুইট করে ঘটনার ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা গেছে বিমানের ইঞ্জিনে আগুন লেগেছে। তবে এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি।