অফিসের সময়সূচিতে বদল আনল বাংলাদেশ সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। সরকারি, আধা সরকারি, স্বশাসিত ও আধা স্বশাসিত প্রতিষ্ঠানের অফিস শুরু হবে সকাল ৯টা থেকে। চলবে বিকেল ৪টে পর্যন্ত। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে এমনটাই জানা গিয়েছে।এত দিন এই সব অফিস চলত সকাল ৮টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্যই অফিসের সময়সূচিতে পরিবর্তন বলে জানা গিয়েছে।
১৫ নভেম্বর থেকে অফিসের সময় সকাল ৯টা থেকে চালু করা হবে। ব্যাঙ্কের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাঙ্ক এ ব্যাপারে ব্যবস্থা নেবে। বিচারবিভাগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে উচ্চ আদালত।বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য গত ২৪ অগস্ট থেকে সে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বশাসিত ও আধা স্বশাসিত প্রতিষ্ঠানের অফিস চলছে সকাল ৮টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। স্বাভাবিক ক্ষেত্রে অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা।