Fake aadhar cards are found in west Bengal, special warning from the center

Aadhar card : রাজ্যে ভুয়ো আধার কার্ড, সতর্ক করল কেন্দ্র

বহু ভুয়ো আধার কার্ডের (Aadhar card) হদিশ মিলল রাজ্যে।মূলত এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন,হোটেল ইত্যাদি জায়গায় একাধিক আধার কার্ডের হদিশ পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর৷ তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ইন্টেলিজেন্স ব্যুরো সতর্ক করল রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে।যারা আইন-শৃঙ্খলা কাজের সঙ্গে যুক্ত তাদেরকে এই বিষয়ে সচেতন করতে হবে,  রাজ্য পুলিশের ডিজিকে এমনটাই নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের।

আধার কার্ডের জন্য একটি নির্দিষ্ট অ্যাপ রয়েছে। মূলত এই আধার কার্ডের(Aadhar card) অ্যাপের মাধ্যমে কিউআর কোড ব্যবহার করে সহজেই স্ক্যান করা সম্ভব। রেলওয়ে স্টেশন এয়ারপোর্ট হোটেল বিভিন্ন জায়গায় এই কিউআর কোড ব্যবহার যেন করা হয় তার জন্য বিশেষভাবে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Aadhaar Card: ডেটা নিরাপদ রাখুন এই উপায়ে 

সাইবার অপরাধের ঘটনা রোধ করতে UIDAI আধার কার্ড লক ও আনলক করার সুবিধা দিচ্ছে। আধার কার্ডের বায়োমেট্রিক লক করে, আপনি এর অপব্যবহার রোধ করতে পারেন। এতে আপনার ডেটা নিরাপদ থাকবে। আধার কার্ড লক করার পরে আপনি ও অন্য কোনও ব্যক্তি আপনার আধার ডেটা অ্যাক্সেস করতে পারবে না। আপনি যদি আবার ডেটা অ্যাক্সেস করতে চান, তবে আপনাকে আপনার আধার কার্ড আনলক করতে হবে।  তারপরই আপনি এটি আবার ব্যবহার করতে পারবেন,আধার ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী আধার ডেটা লক ও আনলক করতে পারেন।

Aadhaar Card Lock and Unlock: আধার ইউজাররা এইভাবে লক, আনলক করতে পারবেন 

1. এর জন্য আপনি UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in দেখুন।
2. এরপর আপনি My Aadhaar বিকল্পটি নির্বাচন করুন। এখানে আধার পরিষেবাগুলি নির্বাচন করুন।
3. এই পর্বে আপনাকে বায়োমেট্রিক্স লক/আনলক নির্বাচন করতে হবে।
4. এখানে  আপনার ১২ সংখ্যার আধার নম্বর লিখুন। তারপর আপনার ক্যাপচা কোড দিন।
5. তারপর Send OTP-তে ক্লিক করুন।
6. এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে, যা এখানে লিখতে হবে।
7. এখানে আপনি বায়োমেট্রিক ডেটা লক/আনলক করার বিকল্প দেখতে পাবেন। আপনি যে লক বা আনলক বিকল্পটি বেছে নিতে চান তা দ্রুত নির্বাচন করুন।
8. শেষে আপনার আধার(Aadhar card) বায়োমেট্রিক ডেটা লক বা আনলক করা হবে।