Mercury in Kolkata dips to 18 degrees Celsius, winter Comming,temperatures drop in districts

Winter: কলকাতার পারদ নামল ১৮ ডিগ্রি সেলসিয়াসে, জেলাগুলিতে নামছে তাপমাত্রা

রবিবার সকালে তাপমাত্রার পারদ এক ধাক্কায় নেমেছে ১৮ ডিগ্রিতে। অর্থাৎ আজই কলকাতায় মরশুমের শীতলতম দিন(Winter)। ভোরের দিকে কুয়াশায় ঢেকেছিল পথঘাট। এক ধাক্কায় অনেকটা নেমেছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রাও। তুলে রাখা লেপ-কম্বল রাতারাতি জড়াতে হয়েছে গায়ে। ফলে  নভেম্বরেই মুখে হাসি শীতবিলাসীদের। কবে জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে, এখন সেই অপেক্ষা।

গত কয়েক দিন ধরেই ভোরের দিকে বেশ ঠান্ডা (temperature)পড়ছে শহরে। শহরতলিতেও অনুভূত হচ্ছে শীতের আমেজ। তবে সকালে শীত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য সে সব উধাও হয়ে যাচ্ছে। বেলা যত বাড়ছে, ততই রোদের তেজও বাড়ছে, চড়ছে তাপমাত্রার পারদ।

রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম। এ ছাড়া, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা প্রায় ২ ডিগ্রি কমেছে। তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় রবিবার সারাদিন আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে (winter)। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টাতেও বৃষ্টি হয়নি।