বাবা-ছেলের সম্পর্কের গল্প নিয়ে হাজির হলেন দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ‘প্রজাপতি’ (Projapati) ছবির প্রথম গান ‘তুমি আমার হিরো’ (Tumi Amar Hero) এল প্রকাশ্যে। বাবা ও ছেলের খুনসুটি, রাগ-অভিমান, ভালবাসা-আদর, স্নেহের পরশ মাখা এই গান দর্শকদের মন ভরাবেই।
‘তুমি আমার হিরো’ গেয়েছেন অনুপম রায়। গানটি লিখেছেনও তিনি। অতনু রায়চৌধুরীর নির্দেশনায় এই ছবি তৈরি হয়েছে। এই গানেই বাবা-ছেলের মিষ্টি রসায়নকে তুলে ধরা হয়েছে। টেলিভিশনের পর্দায় নাচের রিয়্যালিটি শো বিচার করতে-করতে দেব ও মিঠুনের সম্পর্ক গাঢ় হয়ে ওঠে। তাঁদের রাজনৈতিক মতপার্থক্যও কোনও সময় বাধা হয়ে দাঁড়ায়নি।
বাবা-ছেলের রসায়নের সুন্দর গল্প বলবে ‘প্রজাপতি’। মা মরা ছেলেকে মায়ের স্নেহ দিয়েই বড় করেছে তার বাবা। ছেলের জন্য জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করে সে। রান্নাবান্না, ছেলেকে নিজে হাতে খাইয়ে দেওয়া, টিফিন গুছিয়ে দেওয়া, জামাকাপড় গুছিয়ে দেওয়া… সব… সব…। মা থাকলে যা-যা করত সবই। তবে বাবার একটাই চাহিদা – ছেলে যেন বিয়ে করে ঘরে লক্ষ্মী নিয়ে আসে। তাই ছেলের জন্য পাত্রীও খোঁজে এই বাবাই।
আরও পড়ুন: Aindrila Sharma: আবার হাসিখুশি ঐন্দ্রিলাকে দেখতে পারবেন! জেনে নিন কোথায়, কী ভাবে
ছবিতে ইভেন্ট প্ল্যানারের চরিত্রে দেখা যাবে দেবকে। তাঁর নিজের বিয়েতে কোনও আগ্রহ নেই। এদিকে ছেলের বিয়ে দিয়ে তাঁকে সংসারী করতে উদ্যোগী বাবা। তাতে থোড়াই কেয়ার! ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মমতা শঙ্কর (Mamata Shankar), শ্বেতা ভট্টাচার্য্য (Sweta Bhattacharyya), কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee)-কে।
‘টনিক’ ছবিতে সিনিয়র অভিনেতা পরাণ বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে তালে-তাল মিলিয়ে অভিনয় করার পর ‘প্রজাপতি’তে মিঠুনের সঙ্গে স্ক্রিন শেয়ার অন্য় কিছুর ইঙ্গিত দেয়। দেবের ছবি বাছাইয়ের মধ্যে ভীষণভাবে চোখে পড়ছে নস্ট্যালজিয়া, পুরনোকে লালন করা। এই ছবিতেও সেই ছায়া মেলে… ২৩ ডিসেম্বর, দেবের জন্মদিনের ঠিক আগেই মুক্তি পাবে ‘প্রজাপতি’।
আরও পড়ুন: Srabanti Chatterjee: শ্রাবন্তীর বিরুদ্ধে নতুন মামলা স্বামী রোশনের, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?