অনেকে সারাদিন ব্রা পরে থাকেন, আবার রাতে শুতে যাওয়ার সময়েও ব্রা (Breast Health) পরেই থাকেন। কিন্তু অন্তর্বাস পরার জন্য উপযুক্ত সময়সীমা ঠিক কী হওয়া উচিত, তা জানার ইচ্ছে থাকলেও লজ্জায় সেই প্রশ্ন করতে পারেন না অনেকে। ফলে মহিলাদের স্বাস্থ্য়ে এর প্রভাব পড়ে। স্তনের স্বাস্থ্য খারাপ হয়। রক্ত সঞ্চালন বাধা পাওয়ায় আরও বড় অসুখের আশঙ্কা থেকে যায়। তাই ব্রা পরার সঠিক নিয়ম জেনে নিন আজই।
অন্তর্বাস পরা স্বাস্থ্যের তুলনায় অনেক বেশি জড়িয়ে আছে ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর৷ এই নিয়ে সম্প্রতি বলেছেন ডক্টর তনয়া৷ যিনি ইনস্টাগ্রামে বেশি পরিচিত ডক্টর কিউটেরাস নামে৷ ইদানীং একটি ইনস্টাগ্রাম রিলে তিনি বলেছেন ব্রেস্ট টোসিস (Breast Ptosis) সমস্যা নিয়ে৷ চিকিৎসার পরিভাষায় যে সমস্যা লুকিয়ে আছে, তা হল স্তন ঝুলে যাওয়া৷ একে আমরা অনেকেই ব্রেস্ট স্যাগিং বলেও চিনে এসেছি৷ প্রচলিত বহুল ধারণা হল, ব্রেসিয়ার বা ব্রা না পরলে স্তন শিথিল হয়ে ঝুলে যায়৷ যদিও ডক্টর তনয়ার মত, স্তনের স্বাস্থ্যের উপর অন্তর্বাসের কোনও প্রভাব নেই৷ বরং, এটা অনেক বেশি ফ্যাশন স্টেটমেন্ট৷
আরও পড়ুন: Hickey: চরম মুহূর্তে প্রেমিকার ‘আদুরে কামড়’! প্রাণ যায় ১৭ বছরের তরুণের
তনয়ার মত, স্তনের আকার ভারী হলে শারীরিক অনুশীলন ও জগিংয়ের সময় অন্তর্বাস পরলে সুবিধে হয়৷ একইসঙ্গে তিনি আশ্বস্ত করেছেন এই বলে যে ব্রা না পরলে স্তনযুগল শিথিল হয়ে পড়বে না৷ এও বলেছেন, আন্ডারওয়্যার্ড ব্রা অথবা কালো রঙের ব্রা পরলে ব্রেস্ট ক্যানসার হয় না৷
যদিও কিছুটা অন্য সুর অ্যান্ড্রিয়া ম্যাড্রিগ্রানোর গলায়৷ এই এমডি তথা শিকাগোর ব্রেস্ট সার্জন ও অ্যাসোসিয়েট প্রফেসরের দাবি, স্তনের আকার বড় ও ভারী হলে অন্তর্বাস পরা সুবিধেজনক৷ কারণ বড় স্তন অনেক সময়েই পিঠে ব্যথার কারণ হয়ে দাঁড়ায়৷ পশ্চার সমস্যার জন্য সেক্ষেত্রে যন্ত্রণা হতে পারে কাঁধেও৷ সেক্ষেত্রে তাঁর পরামর্শ, অন্তর্বাস পরার৷ তাহলে যন্ত্রণা থেকে মুক্তি মিলতে পারে৷ কারণ অন্তর্বাস পরলে স্তনের ভার বক্ষদেশ, পিঠ কাঁধের উপর থেকে অন্তর্হিত হয়ে যায়৷ ফলে অনেকটাই রেহাই পাওয়া যায় যন্ত্রণা থেকে৷
আরও পড়ুন: Adult Film: নীল ছবি দেখার নেশা ছাড়তে পারছেন না? সাবধান, ভাঙতে পারে সংসার