উরফি(Urfi Javed ) মুখ খুললেই গণ্ডগোল। এই যেমন ‘স্প্লিটভিলা’য় (Splitsvilla) অংশ নিয়ে উরফি সম্প্রতি যা বললেন তা নিয়ে নেটদুনিয়ায় এখন হইচই পড়ে গিয়েছে। ‘স্প্লিটভিলা’য় মনের মানুষ খুঁজতে এসেছেন উরফি। এক প্রতিযোগীর সঙ্গে তাঁর মনের মিলও দেখছে দর্শক। তবে ‘স্প্লিটভিলা’য় প্রেমের খেলায় উরফি যে কাণ্ডটি করলেন তা শুনে অবাক সবাই।
উরফিকে জিজ্ঞেস করা হল, আপনার প্রেমিক যদি প্রতারণা করেন, তাহলে কী করবেন আপনি? উরফির সোজা জবাব, ‘প্রেমিক যদি আমাকে ঠকায়, তাহলে তাঁর যৌনাঙ্গ কুচি কুচি করে কেটে দেব!’ উরফির মুখে এমন কথা শুনে হতবাক স্প্লিটভিলার অন্য প্রতিযোগীরা।
এতদিন আজব ফ্য়াশনেই নজর কাড়ছিলেন। কিন্তু গত কয়েক সপ্তাহ যাবৎ উরফি যা বলছেন, যা করছেন, তা নিয়ে শোরগোল লেগেই রয়েছে। এই যেমন সম্প্রতি উরফি তাঁর অনুরাগীদের সঙ্গম নিয়ে নানা টিপস দিলেন। যা শুনে নেটিজেনরা একেবারে হতবাক!
‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি(Urfi Javed )।