Christmas Gifts: Simple gift ideas for this christmas

Christmas Gifts: সাধ্যের মধ্যেই সাধপূরণ, রইল কয়েকটি সাশ্রয়ী ‘সান্তা’ উপহারের আইডিয়া

শীত মানেই বড়দিন আর বড়দিন মানেই সান্তাক্লস। কিন্তু বড়দিনে সান্তার উপহারের (Christmas Gifts) প্রত্যাশা কি শুধু শিশুদের থাকে? মোটেই নয়। প্রিয়জনের থেকে উপহার পেতে ভাল লাগে আবালবৃদ্ধবনিতা সকলেরই। কিন্তু উপহার দিলেই তো হবে না, খেয়াল রাখতে হবে পকেটেরও। রইল এ বার বড়দিনে প্রিয়জনকে দেওয়ার মতো কয়েকটি সাশ্রয়ী উপহারের সন্ধান।

চকলেটের প্যাকেজ: বড় হোক বা ছোট, চকলেট খেতে সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা। আর উপহার হিসাবে এটি সবার কাছে প্রিয়। তাই পরিবারের ছোট সদস্যদের জন্য বড়দিনের উপহার হিসাবে চকলেটের প্যাকেজ বা চকলেট বক্স দিতে পারেন। পরিবারের ছোটোরা এই উপহারটি পেয়ে খুশিতে মেতে উঠবে।

চারাগাছ: ঘরের ভিতরে ছোট্ট টবে গাছ লাগানোর চল ক্রমেই বেড়ে চলেছে। ছোট গাছের মধ্যে অনেকেরই পছন্দ ক্যাকটাস। সুন্দর চিনেমাটির টবে ছোট্ট একটি চারাই হয়ে উঠতে পারে এই বড়দিনে প্রিয়জনের মন ভাল করার শ্রেষ্ঠ উপায়। খুব একটা যত্নের প্রয়োজনও হয় না ক্যাকটাসের, কাজেই নেই যত্ন নেওয়ার বাড়তি ঝক্কিও।

আরও পড়ুন: Household Tips: রসালো লাল টুকটুকে তরমুজ কিনতে এই বিষয়গুলো মাথায় রাখুন

বই: পছন্দের বইয়ের মাধ্যমে মানুষের রুচির পরিচয় মেলে। কাজেই মনের কাছাকাছি যাঁদের অবস্থান, তাঁদের জন্য সবচেয়ে ভাল উপহার হতে পারে পছন্দের বই।

বৈদ্যুতিক সামগ্রী: প্রিয়জনের যদি বৈদ্যুতিক জিনিসে আগ্রহ থাকে, তা হলে কিনে ফেলতে পারেন ব্লুটুথ স্পিকার বা হেডফোন। সম্প্রতি বাজারে বেশ প্রচলিত হয়েছে মিনি স্পিকার। গান শুনতে ভালবাসেন যাঁরা, তাঁদের জন্য একদম সঠিক উপহার হতে পারে এটি।

বোর্ড গেম: শিশুদের জন্য কিনতে পারেন বোর্ড গেম। বিশেষত দাবার মতো খেলা মানসিক বৃদ্ধিতে খুবই সহায়তা করে। এখন শিশুদের মানসিক বিকাশের উপযুক্ত নতুন ধরনের বেশ কিছু শিক্ষামূলক খেলা বেরিয়েছে। এতে শিশুদের মনোরঞ্জন যেমন হবে, তেমনিই বিকাশ হবে মস্তিষ্কের।

হাতঘড়ি: বড়দিনের উপহার হিসাবে ছেলে ও মেয়েদের স্মার্ট হাত ঘড়ি (ওয়াচ ) দিতে পারেন। বাজারে এখন নিত্যনতুন ডিজাইনের ফ্যাশনেবল স্মার্ট ওয়াচ চলে এসেছে। আপনার সাধ্যের মধ্যে পছন্দ মতো হাত ঘড়ি প্রিয়জনকে উপহার হিসাবে দিতেই পারেন।

আরও পড়ুন: Kitchen Tips: জেনে নিন দীর্ঘদিন কাঁচালঙ্কা সতেজ রাখার উপায়