Amitabh Bachchan's Freedom Remark BJP Leaders Post Nusrat Jahan Reply Back

Amitabh Bachchan: ভাব প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন অমিতাভের, বিজেপি খোঁচা দিতেই পাল্টা জবাব নুসরতের

বৃহস্পতিবার ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে ছিলেনশাহরুখ খান থেকে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মতো তারকারা। নেতাজি ইনডোরে চাঁদের হাট বসেছিল যেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং, চঞ্চল চৌধুরী, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, পাওলি দাম, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, লাভলি মৈত্র, চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় অরিন্দম শীল, শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রমুখ। আর সেখানেই ভাষণ দিলেন অমিতাভ।

বাংলায় এসে বাংলাতেই কথা শুরু করলেন ‘বাংলার জামাই’। বললেন, “তিন বছর কিফ আসতে পারিনি। আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি। তাই অনেক কষ্ট হয়েছে।” সিনেমার উৎসবে এসে সিনেমার ইতিহাস নিয়ে কথা বললেন বিগ বি। উঠে এল ‘রাজা হরিশচন্দ্র’-সহ বিশ্বের নানা প্রান্তের সিনেমার কথা। নানা প্রতিকূলতা কাটিয়ে কী ভাবে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বিবর্তন ঘটেছে, সে কথাও বললেন তিনি।

অমিতাভের সুদীর্ঘ বক্তব্যে উঠে এল ব্রিটিশ সেন্সরশিপ, প্রাক-স্বাধীনতাকালকে কেন্দ্র করে তৈরি ছবি, সাম্প্রদায়িকতা এবং সামাজিক ঐক্যের প্রসঙ্গ। তার সঙ্গেই উঠে এল ভাব প্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের মতো বিষয়গুলি। অমিতাভ বলেন, ‘১৯৫২ সালে সিনেমাটোগ্রাফ অ্যাক্ট সেন্সরশিপের  কাঠামো নির্ধারণ করে যা এখনও বহাল আছে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) দ্বারা। কিন্তু এখনও উপস্থিত পুরুষ ও মহিলারা, মঞ্চে থাকা আমার সহকর্মীরা আমার সঙ্গে একমত হবেন যে আজকাল– নাগরিক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।’

আরও পড়ুন: Besharam Rang: শরীরী আবেদনে উষ্ণতা ছড়ালেন শাহরুখ-দীপিকা, মুক্তি পেল ‘পাঠান’-এর প্রথম গান

আর বিগ বি-র এই মন্তব্যের পরই বিষয়টি নিয়ে বাকযুদ্ধে জড়াল বিজেপ-তৃণমূল। অমিতাভ বচ্চনের মন্তব্য প্রসঙ্গে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, ‘অমিতাভ বচ্চন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে যে কথাগুলি বলেছেন, তা যথাযত। বিষয়টা খানিকটা অত্যাচারী শাসকের কাছে আয়না ধরার মতো।’

অমিত মালব্যর এই মন্তব্যের পরই তাঁকে পাল্টা আক্রমণ করেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। নুসরত ট্যুইটারে বলেন, ‘অত্যাচারী শাসনের মধ্যে পড়ে সিনেমা নিষিদ্ধ করা, সাংবাদিকদের আটক করা  সত্যি কথা বলার জন্য সাংবাদিকদের শাস্তি দেওয়া। বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা বলতে এটাকেই বোঝায়। যেগুলি বিজেপি শাসনেই হয়েছে। অথচ মিস্টার অমিত মালব্য অন্যদের দিকে আঙুল তুলতেই ব্যস্ত।’

এদিকে বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে তৃণমূলের অন্যান্য তারকা বিধায়ক, সাংসদদের দেখা গেলেও, দেখা যায়নি নুসরতকে। এবিষয়ে সরাসরি কিছু না বললেও ট্যুইটারে সংসদের সামনে ছবি পোস্ট করেছেন নুসরত। এই মুহূর্তে শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লিতে রয়েছেন নুসরত জাহান। সেকারণেই তাঁকে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায়নি।

আরও পড়ুন: Trina Saha: তৃণার হাতে চুম্বন শাহরুখের! একদিন পরেও ঘোর কাটছে না অভিনেত্রীর