অভিনেতা তথা সাংসদ দীপক (দেব) (Dev) অধিকারীর পরিবারে শোকের ছায়া। দেবের সেজো জেঠু তারাপদ অধিকারী প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫। হৃদ্রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেতার জেঠুর। শুক্রবার দুপুরে এহেন দুঃসংবাদ আসে অভিনেতার পরিবারে। মেদিনীপুরের আদি বাড়িতে তারাপদবাবুর মৃত্যু হলেও রাতভর মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে দেহ সংরক্ষণ করা হয় পরিবারের তরফে। জ্যেঠুর মৃত্যুর খবর পেয়ে শনিবার সকালেই তড়িঘড়ি দেশের বাড়ি কেশপুরে পৌঁছে যান দেব।
শনিবার ভাইপো ‘রাজু’র কাঁধে চেপেই শেষ যাত্রায় পাড়ি দেন তারাপদ অধিকারী। হ্যাঁ, রাজু নামেই দেবকে ডাকতেন তাঁর সেজো জ্যেঠু। এদিন গ্রামে এসে ফুলের মালা দিয়ে জ্যেঠুকে শ্রদ্ধা জানান সাংসদ অভিনেতা দেব। তারপর পরিবারের অন্যান্যদের সঙ্গে জ্যেঠুকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যান। যদিও এদিন সাংবাদিকদের সামনে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি সাংসদ অভিনেতা।
আরও পড়ুন: Doctor Bakshi Trailer : মেডিক্যাল দুর্নীতির জটে ফেঁসে শুভশ্রী-পরমব্রত-বনি, রহস্যে মোড়া ট্রেলারে চমক
প্রসঙ্গত, তৃণমূল সাংসদ, তথা অভিনেতা দেবের আদিবাড়ি মেদিনীপুরের কেশপুরে। জানা যায়, দাদা তারাপদ অধিকারীর মুম্বইতে থাকতেন। তাঁর হাত ধরেই দেবের বাবা গুরুপদ অধিকারী একসময় মুম্বইতে পাড়ি দেন। সেখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটারিং-এর ব্যবসা শুরু করেন। দেবের ছোটবেলাও সেখানেই কেটেছে। পরবর্তীকালে অভিনয় যোগ দেন দেব। তবে এই মুহূর্তের দেবের জ্যেঠু তারাপদ অধিকারী তাঁর মেদিনীপুরের বাড়িতেই থাকতেন।
প্রসঙ্গত, দু’বছর আগে অভিনেতা হারিয়েছিলেন তাঁর আর এক জেঠু শক্তিপদ অধিকারীকে। শক্তিপদবাবু সিপিএমের কেশপুর জোনাল কমিটির সদস্য ছিলেন। শক্তিবাবুর প্রয়াণের পর মহিষদায় টিনের ছাউনি দেওয়া মাটির ঘরে বসে স্মৃতিচারণা করতে দেখা যায় অভিনেতাকে। এরপর আজ পরিবারের আরও এক সদস্যকে হারিয়ে রীতিমত শোকস্তব্ধ তিনি