Amid Pathan row, Shahrukh khan reveals he was suffering from viral infection

Shah Rukh Khan : ‘বেশরম’ বিতর্কের মাঝেই অসুস্থ শাহরুখ, জানালেন নিজেই

শনিবার ১৫ মিনিটের জন্য টুইটারে আসেন বলিউড বাদশা(Shah Rukh Khan)। কথা বললেন অনুরাগীদের সঙ্গে। চটজলদি প্রশ্নের উত্তর দিলেন প্রায় সকলের। তাই প্রশ্নের পর প্রশ্ন এল অনুরাগীদের তরফে। সেখানেই এক জন জিজ্ঞেস করে বসেন শাহরুখের ‘খাদ্যাভাস’ নিয়ে। তখনই নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন শাহরুখ।

সম্প্রতি খবরের শিরোনামে বারে বারে জায়গা করে নিচ্ছেন অভিনেতা শাহরুখ খান। তাঁর আগামী ছবি পাঠান (Pathan)ঘিরে বর্তমানে জল্পনা তুঙ্গে। ট্রেলার রিলিজ থেকে শুরু করে গান মুক্তি(besharam rang), কোথাও গিয়ে যেন স্বস্তি পাওয়া যাচ্ছে না এই ছবি ঘিরে। কারণ একটাই পাঠান ছবির প্রথম গান বেশরম রং মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। বিতর্কে ঢুকে গিয়েছে রাজনৈতিক রঙ-ও। তার জেরেই বর্তমানে পাঠান ছবির ভক্তরা বেজায় চিন্তায়।
শাহরুখ(Shah Rukh Khan) জানিয়েছেন, ভাইরাল ইনফেকশনে আক্রান্ত তিনি। যার ফলে কোনও ধরনের বাইরের খাবার নয়। শুধু ডাল, ভাত খেয়ে রয়েছেন তিনি। তাঁর অসুস্থতার খবর শুনে উদ্বেগে অনুরাগীরা। কেউ লেখেন, ‘‘নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন, একসঙ্গে এত কিছু চলছে, প্রচার, শুটিং দয়া করে নিজের যত্ন নিন।’’ কেউ আবার লেখেন, ‘‘বিশ্রাম নিন, খাওয়াদাওয়া ঠিক করে করুন।’’ অনেকে আবার জানান, প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে তাঁরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন।
‘পাঠান’(Pathan)  বির্তক চলাকালীনই ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসেন শাহরুখ। সেখান থেকেই ফিরেই ‘ডাঙ্কি’র শুটিং-এ যোগ দেওয়ার কথা অভিনেতার।