গালাগালি থেকে সোজা সপাট হাতাহাতি (Viral Video)। লোকাল ট্রেনে বা বাসে চিড়েচ্যাপ্টা হয়ে ফিরার সময় এমন দৃশ্য নিশ্চই আখছাড় দেখেন! কিন্তু, প্লেন? প্লেনের মধ্যে, হাতাহাতি, ঝগড়া, মারামারি, শুনেছেন কখনও, নাকি দেখেছেন? এ বার তেমন ঘটনারও সাক্ষী থাকল বিমানের যাত্রীরা।
জানা গিয়েছে, গত মঙ্গলবার ব্যাংকক থেকে ভারতের উদ্দেশে যাত্রা করেছিল থাই স্মাইলি এয়ারওয়েজের বিমানটি। মাঝপথে দুই যাত্রীর মধ্যে তুমুল ঝামেলা বাধে। গোটা ঘটনা প্রকাশ্যে এসেছে ভাইরাল হওয়া ভিডিওতে। সেখানে দেখা গিয়েছে, কোনও একটি বিষয় নিয়ে দুই যাত্রীর মধ্যে তুমুল বচসা চলছে। তার মধ্যেই শোনা যায়, একজন আরেক জনকে বলছেন, হাত নিচে নামাও। এরপরেই এক যাত্রী মারমুখী হয়ে ওঠে অপরজনের উপরে। প্রথম যাত্রীর বন্ধুরাও ছুটে এসে দ্বিতীয় যাত্রীকে মারধর শুরু করে। এলোপাথাড়ি হাত চালান।
আরও পড়ুন: Bizzare: ৩০০ অতিথির সামনে বৌকে চুমু! থানায় নালিশ কনের, বিচ্ছেদের সিদ্ধান্ত
এই সময় একজন বিমানসেবিকা এগিয়ে গিয়ে মারপিট থামানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন তিনি। তবে দ্বিতীয় যাত্রী কখনই পালটা আক্রমণ করেননি। তাঁকে কেবল মার আটকাতেই দেখা যায়। এদিকে চলন্ত বিমানের মধ্যে এমন ঘটনায় হতবাক হয়ে পড়েন বিমানের বহু যাত্রী। প্রথম থেকেই তাঁরা ঝগড়া থামাতে বলছিলেন। শান্ত হতে বলছিলেন। সেদিকে অবশ্য কর্ণপাত করেননি দুই যাত্রী। জানা গিয়েছে, পরে দুই বিমানসেবিকার চেষ্টায় হাতহাতি থামে। এই ঘটনায় অন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে থাই বিমান সংস্থা। এদিকে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে চলন্ত বিমানে হাতাহাতির ভিডিও।
Not many smiles on this @ThaiSmileAirway flight at all !
On a serious note, an aircraft is possibly the worst place ever to get into an altercation with someone.
Hope these nincompoops were arrested on arrival and dealt with by the authorities.#AvGeek pic.twitter.com/XCglmjtc9l— VT-VLO (@Vinamralongani) December 28, 2022
ঘটনায় উপযুক্ত পদক্ষেপ করছে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিওরিটি। সংস্থার তরফে জানিয়েছে, “আমরা ভাইরাল ভিডিওটি দেখেছি। গত ২৬ ডিসেম্বর কলকাতাগামী থাই এয়ারওয়েসের বিমানে ওই ঘটনা ঘটেছিল। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছি।”
আরও পড়ুন: Bizarre: বিছানায় অর্ধনগ্ন মহিলা বিচারপতি, ধূমপান করতে করতেই ‘ভার্চুয়াল’ শুনানি