Compensation : Man Acquitted In Rape Case Seeks Rs 10,000 Crore Damage For 2-Year Jail

Compensation : জেলে যৌনতার স্বাদ পাইনি, মুক্তি পেয়েই সরকারের কাছে ১০০০ কোটি ক্ষতিপূরণ চাইলেন যুবক

‘ঈশ্বরের পবিত্র উপহার যৌনতা’ থেকে পাক্কা দু’বছর বঞ্চিত ছিলেন তিনি (Compensation)। যেহেতু গণধর্ষণের ‘ভুয়ো’ মামলায় তাঁকে বন্দি থাকতে হয়েছিল জেলে। এর জন্য দায়ী কেবলমাত্র মধ্যপ্রদেশ সরকার (Madhya Pradesh Government) । তীব্র রাগে-দুঃখে এবার সরকারের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করলেন মধ্যপ্রদেশের রথলামের বাসিন্দা এক যুবক।

৩৫ বছর বয়সী কান্তিলাল ভিল নামে ওই ব্যক্তির দাবি, জেলে গিয়ে জীবন একেবারে ওলটপালট হয়ে গিয়েছে। স্ত্রী,মা, সন্তানরা নিদারুন যন্ত্রণার মধ্য়ে দিন কাটিয়েছেন। একটি ইংরাজি সংবাদমাধ্য়মের কাছে তিনি জানিয়েছেন, এই দুবছরে কী যন্ত্রণা সহ্য় করতে হয়েছে বলে বোঝাতে পারব না। এমন অবস্থা যে আমার পরিবার অন্তর্বাস পর্যন্ত কিনতে পারেনি। জামাকাপড়ের ব্য়বস্থা নেই। জেলে কখনও মারাত্মক ঠান্ডা আবার প্রচন্ড গরম। তিনি জানিয়েছেন, শুধু মা ভগবতীর আশীর্বাদে আর আইনজীবী বিনা পয়সায় মামলা লড়ায় জেল থেকে বের হতে পেরেছি। তাঁর অভিযোগ পুলিশ একেবারে মিথ্যে কেস সাজিয়েছিল। আর সেই মিথ্য়ে অভিযোগ জীবনটাকে একেবারে শেষ করে দিল। চর্মরোগ তো আছেই। সেই সঙ্গে নানা ধরনের রোগজ্বালা ধরে গিয়েছে জেলে থাকাকালীন।

আরও পড়ুন: Guinness World Records: বিশ্বের সবচেয়ে খাটো মানুষ! স্বীকৃতি পেলেন ইরানের এই যুবক

কান্তিলাল ক্ষতিপূরণ চেয়েছেন তাঁর ব্যবসার ক্ষতি, শারীরিক ও মানসিক যন্ত্রণা, পরিবারের অসুবিধা সহ নানা খাতে। তবে সবথেকে চমকপ্রদ হল তিনি ক্ষতিপূরণের যে হিসেব দিয়েছেন তাতে যৌন সুখকে ‘ভগবানের আশীর্বাদ’ বলে উল্লেখ করা হয়েছে। এবং জেলে থাকাকালীন ভগবানের এই আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার কারণে তিনি ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছেন।

কান্তিলাল ভিলের আইনজীবী বিজয় সিং যাদব বলেছেন, গত বছর ২০ অক্টোবর এক স্থানীয় আদালত তাঁর বিরুদ্ধে ধর্ষণের সমস্ত অভিযোগ খারিজ করে। তারপরই তিনি ক্ষতিপূরণের দাবি জানিয়ে সেশন কোর্টে আবেদন জমা দেন।তাঁর এই মামলার শুনানি আগামী ১০ জানুয়ারি হবে। প্রসঙ্গত, ২০১৮ সালের ১৮ জানুয়ারি। এক মহিলা অভিযোগ করেন, তিনি ভাইয়ের কাছে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার নাম করে ধর্ষণ করেন কান্তিললা ভিল। তিনি আরও অভিযোগ করেছিলেন অন্য এক ব্যক্তির কাছে পাঠিয়ে দেন কান্তিলাল। তিনি ওই মহিলাকে ছয়মাস ধরে ধর্ষণ করে তাঁকে ছেড়ে দেয় বলে অভিযোগ করেছিলেন মহিলা। এই অভিযোগের ভিত্তিতে ২০২০ সালের ২৩ ডিসেম্বর তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: Twin Sisters: যমজ বোনকে বিয়ে করে ভাইরাল! গ্রেপ্তার মহারাষ্ট্রের সেই যুবক