আমরা গৃহ সুন্দর করতে বিভিন্ন রঙের (Astrological Tips) ব্যবহার করে থাকি। বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রের সঙ্গে রঙের গভীর সম্পর্ক। বিভিন্ন গ্রহের সঙ্গেও বিভিন্ন রঙের সম্পর্ক গভীর, যেমন সবুজ রঙের সঙ্গে বুধ, বৃহস্পতি, হলুদ রঙের সঙ্গে শুক্র সাদা, নীল রঙের সঙ্গে শনি ইত্যাদি। গৃহের রং দু’ভাবে নির্বাচন করা যেতে পারে।
অনেকেই ঘরের রং সাদা রাখতে পছন্দ করেন, কিন্তু আপনি কি জানেন, ঘরের রং সাদা রাখা একেবারেই উচিত নয়৷ হ্যাঁ, বিশেষজ্ঞরা তেমন কথাই বলছেন৷ অনেকেই ভাবে, ঘরের রং সারা রাখলে তাতে সূর্যের আলো খেলবে বেশি, আরও উজ্জ্বল দেখাবে ঘর৷ পাশাপাশি, চোখের দৃষ্টিতে আপাত ছোট ফ্ল্যাট বড় মনে হবে৷
কিন্তু না, বিশেষজ্ঞরা বলছেন, তা একেবারেই ভুল৷ তাঁদের মতে ঘরের রং সাদা করলে আসলে উল্টো ফল হবে৷ ঘর আরও কালো দেখাবে এবং ছোট মনে হবে৷ তাছাড়াও বিপদ অনেক৷ তা হলে কী রং করবেন ঘরে৷ ইন্টেরিয়ার ডিজাইনারদের মতে, সাদা রং ঘরের অন্ধকারতম স্থানগুলিকে উজ্জ্বল করার চেষ্টা করে, তাতে ঘরে আরও ছায়া তৈরি হয়৷ সেই কারণে সাদার বদলে তাঁরা ঘরে হলুদ রং করার পরামর্শ দিচ্ছেন৷
গৃহের বিভিন্ন স্থান বিভিন্ন কর্মের সঙ্গে সম্পর্কিত সে কারণে, যে স্থান যে কর্মের সহিত সম্পর্কিত, সেই অনুযায়ী রঙের ব্যবহার গৃহের এবং গৃহের সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি করে। যেমন কমলা এবং গোলাপি রং খাওয়ার ঘর, বসার ঘরে ব্যবহার করলে শুভফল প্রাপ্ত হয়। সবুজ রং পড়াশোনার ঘরে ব্যবহৃত হলে গৃহের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে শুভফল প্রাপ্ত হয়।