ত্বকের যত্নে বেসনের ব্যবহার বহু পুরনো রোমকূপে জমে থাকা নোংরা দূর করতে অনেকেই বেসন ব্যবহার করে থাকেন (Skincare) । কেউ বেসনের সঙ্গে পাতিলেবু মিশিয়ে ত্বকে লাগান। তো কেউ লাগান দইয়ের সঙ্গে। আজ রইল বিশেষ টিপস। শীতের মরশুমে বেসন ব্যবহারে মাথায় রাখুন এই কয়টি জিনিস।
প্রথমত, শীতের সময় লেবুর সঙ্গে বেসন মিশিয়ে লাগাবেন না। এতে ত্বকে হতে পারে মারাত্মক ক্ষতি। শীতের সময় সকলেরই ত্বক রুক্ষ্ম হয়ে যায়। এর সঙ্গে লেবু মেশালে ত্বক আরও রুক্ষ্ম হয়ে যাবে।
দ্বিতীয়ত, যাদের শুষ্ক ত্বক, তারা শীতের সময় বেসন ব্যবহার করবেন না। এতে ত্বক আরও রুক্ষ্ম হয়ে যেতে পারে।
আরও পড়ুন: Urine Colour: লিপস্টিকের অত্যধিক ব্যবহারে বদলে গেল প্রস্রাবের রং! অবাক চিকিৎসকরা
তৃতীয়ত, বেসন দিয়ে তৈরি ফেসপ্যাক ত্বকে ১০ মিনিটের বেশি না রাখাই ভালো। এই সময় বেশিক্ষণ বেসনের তৈরি ফেসপ্যাক রাখতে তা থেকে ত্বকে রুক্ষ্ম ভাব বাড়তে পারে।
শীতের সময় বেসনের ফেসপ্যাক ব্যবহার করতে চাইলে এই তিন উপাদান দিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন।
- বেসন ও দইয়ের ফেসপ্যাক বানাতে পারেন। ত্বকে আসবে জেল্লা।
- বেসন ও মধু দিয়ে তৈরি ফেসপ্যাক শীতের জন্য বেশ উপযুক্ত।
- বেসন ও ডিম দিয়ে বানিয়ে নিন ফেসপ্যাক।
শীতের মরশুমে সঠিক উপায় ত্বকের যত্ন নিন। তা না হলে দেখা দিতে পারে সমস্যা। এবার থেকে শীতের মরশুমে বেসন ব্যবহারে মাথায় রাখুন এই বিশেষ টিপস। সামান্য ভুলে ত্বকের হতে পারে মারাত্মক ক্ষতি।
আরও পড়ুন: Winter Lip Care: শীতের মরশুমে আরও আকর্ষণীয় হোক আপনার ঠোঁট! মেনে চলুন এই পদ্ধতি