এই ছবিতে অভিনয়ের জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কিং খান। তাঁর মতো পারিশ্রমিক নিচ্ছেন না আর কেউই। শাহরুখ ছাড়া পরিচালক সিদ্ধার্থ আনন্দ ছবিটি পরিচালনা করার জন্য তিনি ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। জন আব্রাহাম এই ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি টাকা। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি টাকা। তবে, এই ছবিতে সলমন খানকে ক্যামিও চরিত্রে দেখা গেলেও, তিনি কোনও টাকাই পারিশ্রমিক নেননি বলেই খবর সূত্রের।
‘পাঠান’ দেখার পরে অনুরাগ কাশ্যপ বলছেন, ‘শাহরুখ খানকে এত সুন্দর, এত অপূর্ব আগে কখনও লাগেনি। আমি ওকে দেখতে এসেছিলাম, আমার মন ভাল হয়ে গিয়েছে। আর এত ভয়ঙ্কর অ্যাকশন শাহরুখ নিজের কেরিয়ারে এই প্রথমবার করল। আমার তো মনে হয় না এই ধরনের অ্যাকশন ও আর করেছে। এই ছবিটার জন্য শরীরচর্চা করে শাহরুখ যে শারীরিক গঠন তৈরি করেছে, সেটা প্রশংসনীয়।’
বুধবার প্রায় ৫৩-৫৫ কোটির ব্যবসা করেছে ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর এই ছবি। যা ছাড়িয়ে গিয়েছে ‘ওয়ার’, ‘থগ্স অফ হিন্দোস্তান’, ‘ভারত’ ছবির প্রথম দিনের উপার্জন। খবর, এই ব্যবসার প্রায় অর্ধেক উঠে এসেছে পিভিআর, আইনক্স, সিনেপোলিস থেকে, যার পরিমাণ ২৭ কোটির কাছাকাছি। প্রতিদ্বন্দী হৃতিক রোশন, আমির খান, সলমন খানকে টেক্কা দিয়েই ক্ষান্ত নন ‘পাঠান’। নিজের ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’কেও বলে বলে গোল দিয়েছেন শাহরুখ। যাদের প্রথম দিনের ব্যবসার অঙ্ক ছিল ৪৪ কোটি ৯৭ লক্ষ ও ৩৩ কোটি ১২ লক্ষ। সেই দুই ছবিতেও শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘পাঠান’-এর রুবিনা, দীপিকা পাড়ুকোন।