Google makes a special doodle to celebrate India republic day 2023

India Republic Day 2023 : ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবসে বিশেষ ডুডল গুগলের

ভারত বৃহস্পতিবার তার ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। এই উপলক্ষে গুগল একটি চমৎকার ডুডল তৈরি করেছে। ডুডলে একটি হাতে কাটা কাগজের শিল্পকর্ম দেখা যাচ্ছে, যা গুজরাটের আহমেদাবাদের অতিথি শিল্পী পার্থ কোথেকার তৈরি করেছেন। বৃহস্পতিবার Google ডুডলে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের বেশ কিছু উপাদান রয়েছে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট, CRFP মার্চিং কন্টিনজেন্ট এবং মোটরসাইকেল চালকরা।

এই প্রথম নয়, আগেও একাধিকবার ডুডলের মাধ্যমে বিভিন্ন বিষয় ফুটিয়ে তুলতে দেখা গেছে গুগলকে। কখনও ভারতের স্বাধীনতা দিবস, কখনও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, কখনও আবার কোনও নামী ব্যক্তির জন্মদিন, সবসময়েই অভিনবভাবে শুভেচ্ছা জানায় গুগল। আজকেও আর অন্যথা হল না।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লিতে কর্তব্যপথ থেকে ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে নেতৃত্ব দেবেন। এবারের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসাবে থাকবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এবছরই প্রথমবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হল ‘কর্তব্য​​পথে’। যদিও আগেও এই একই রাস্তায় কুচকাওয়াজ হত, তবে রাস্তাটির নাম পাল্টে যাওয়ায় এটাই প্রথমবার বলা হচ্ছে। আগে এই রাস্তার নাম ছিল রাজপথ।