বিশ্বর ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম দশে রইলেন না গৌতম আদানি (Gautam Adani)। ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার’ শীর্ষক যে তালিকা প্রকাশ হয়, সেখানে চতুর্থ স্থানে ছিলেন আদানি। তাঁর ব্যক্তিগত সম্পদের ভিত্তিতে সেই তালিকায় পিছিয়ে গিয়েছেন তিনি। একধাক্কায় একাদশ স্থানে নেমে এসেছেন আদানি গোষ্ঠীর কর্ণধার। গত তিনদিনের ব্যবসার নিরিখেই স্থান পরিবর্তন হয়েছে আদানি। এশিয়ার ধনীতম ব্যক্তির স্থানও তিনি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। রিপোর্ট বলছে, তিন দিনে ৩ হাজার ৪০০ কোটি ডলার হারিয়েছেন আদানি।
বর্তমানে গৌতম আদানির সম্পত্তির পরিমাণ ৮ হাজার ৪৪০ কোটি ডলার। রিলায়েন্স কর্তা মুকেশ অম্বানীর তুলনায় মাত্র এক ধাপ এগিয়ে আছেন তিনি। আম্বানির সম্পত্তি ৮ হাজার ২২০ কোটি ডলার।
আরও পড়ুন: I&B Issues Advisory: এবার মোদী সরকারের নজরে বেসরকারি টিভি চ্যানেল, এল নয়া নির্দেশিকা
বুধবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগেই শেয়ারসূচকে দেখা গেল ঘোড়ার লাফ। বাজার খোলার সঙ্গে সঙ্গে মুম্বই স্টক এক্সচেঞ্জের শেয়ার এক লাফে ছাড়িয়ে যায় ৬০ হাজারের ঘর। সকাল ১০টায় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৪৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬০, ০০০৭ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ১৩০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭, ৭৯২ পয়েন্টে। কমবেশি সব শেয়ারের দাম বেড়েছে।
তবে আদানি গোষ্ঠীর ১০টি শেয়ারের মধ্যে নয়টি শেয়ারের দামে পতন লক্ষ্য করা গিয়েছে। বাজার খোলার সঙ্গে সঙ্গে তাদের নয়টি শেয়ারের দাম হু হু করে পড়ে যায়। সব থেকে বেশি পতন হয়েছে আদানি টোটাল গ্যাস লিমিটেডের শেয়ারের। এক ধাক্কায় শেয়ারের দাম কমে যায় ১০ শতাংশ। দাম কমেছে আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের শেয়ারেরও। এ বাদে অন্যান্য় কোম্পানির সব শেয়ারের দামে বৃদ্ধি হয়েছে। গত কয়েকদিন ধরে যে সব সংস্থা লাভের অঙ্ক ঘরে তুলতে পারেনি, তারাও লাভের মুখ দেখেছে।
আরও পড়ুন: Budget 2023: ধূমপায়ীদের ক্ষেত্রে দুঃসংবাদ! দাম বাড়ছে সিগারেটের, নেটপাড়ায় মিমের ঢল