আগামী বছরের লোকসভা বা সাধারণ নির্বাচনের আগে এই বাজেট দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এছাড়াও ২০২৩ সালের শেষের দিকে ভারতের নয়টি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেই দিকে মাথায় রেখে এবছরের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্য। আগামী বছর ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হবে। তবে সেটি পূর্ণাঙ্গ বাজেট নয়। নতুন সরকার গঠনের পরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে আগামী বছর।
ভোটমুখী বাজেটে মহিলাদের জন্য একটি বড় খবর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সম্প্রতি মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়ে আসা হয়েছে একটি বিশেষ সঞ্চয় প্রকল্প যেখানে মহিলারা ৭.৫% সুদ পেয়ে যাবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মহিলা সম্মান পত্র এবং দুই বছরের জন্য মহিলারা এই প্রকল্পে ২ লক্ষ টাকা রাখতে পারবেন এবং পেতে পারবেন মোটা টাকা সুদ।
অর্থমন্ত্রী বলেছেন যে গ্রামীণ মহিলাদের ৮১ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আমরা একে অন্য মাত্রায় নিয়ে যাব। আগামী সময়ে নারীরা অনেক বড় পরিসরে অনেক পরিকল্পনার সঙ্গে যুক্ত হবে। এর পাশাপাশি, তাদের কাঁচামাল সরবরাহ করা হবে এবং উন্নত ডিজাইনের জন্য প্রশিক্ষণও দেওয়া হবে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই বাজেটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অর্থমন্ত্রীর বাক্স থেকে কী উপহার পেয়েছেন নারীরা-
নারীরা দুই লাখ টাকা সঞ্চয়ের ওপর ৭.৫ শতাংশ সুদ পাবেন।
মহিলা সম্মান সঞ্চয়পত্র প্রকল্প দুই বছরের জন্য পাওয়া যাবে।
সঞ্চিত টাকা থেকে আংশিকটাকা প্রত্যাহারের সুবিধা মিলবে।