রোজ ডে-র দিন নিশ্চয়ই একটা কিংবা দুটো গোলাপ পেয়েছেন? শুকিয়ে গেলে ভুলেও ফেলে দেবেন না গোলাপটা। বরং, সেই গোলাপ দিয়ে ঘরেই বানিয়ে নিন রোজ ওয়াটার বা গোলাপ জল। একবার বানালে ফ্রিজে রেখে দিন পনেরো ব্যবহার করতে পারবেন।
ট্যান কমায়: সারাদিন বাইরে ঘোরাঘুরিতে ত্বকে ট্যান পড়ে যায়। গোলাপের জল সহজেই ট্যান দূর করতে সাহায্য করে। গোলাপের নির্যাস ট্যানের সমস্যা দূর করে।
শরীরের দুর্গন্ধ কমায়: শরীরের বিশেষ করে বগলের দুর্গন্ধ কমাতেও গোলাপ বেশ উপকারী। গোলাপ জল ও চন্দন কাঠের গুঁড়ো দিয়ে তৈরি বিশেষ মাস্ক লাগালে দুর্গন্ধ দূর হয়।
আরও পড়ুন: Long Hair Tips: মেনে চলুন এই ৫ টোটকা, পুজোর সাজে পাবেন ঘন কালো লম্বা চুল
পায়ের তলায় দেওয়া যায়: ধীরে ধীরে গরম পড়ে যাচ্ছে। এই সময় পায়ের তলায় নারকেল তেল, গোলাপ পাপড়ি ও দুধের তৈরি মাস্ক লাগান। এতে শরীর ঠান্ডা থাকবে, পায়ের দুর্গন্ধ দূর হয়।
গোলাপ জলে স্নান: গোলাপ জল দিয়ে স্নান করলে ত্বকের প্রদাহজনিত সমস্যাও অনেকটা কমে যায়। স্নান করার আগে গোলাপের পাপড়ি হালকা গরম জলে মিশিয়ে নিন। এতে অনেকটাই রেহাই মিলবে।
ত্বকের যত্ন: গোলাপের পাপড়ি আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন। সকালে জল ছেঁকে নিয়ে তাতে নারকেল তেল মিশিয়ে নিন। স্নানের আগে বা পরে ত্বকে গোলাপের এই তেল মাখলে অনেকটাই বাড়বে ত্বকের জেল্লা।
আরও পড়ুন: Winter Care Tips: ত্বকের কোমলতা ফেরাতে স্নানের জলে কয়েক ফোঁটা কী মেশাবেন?