টেডি ডে-তে মিষ্টি টেডিটি প্রিয় মানুষকে ভালোবাসা জানাতেই দেওয়া। তবে এর রঙের দিকে খেয়াল রাখছেন কী? একেক রঙের টেডির কিন্তু একেকরকম অর্থ। আপনি কোন টেডি বেছে নিচ্ছেন প্রিয়জনের জন্য?
গোলাপি রঙ: গোলাপি টেডি ভালোবাসার প্রস্তাব দেওয়া বোঝায়। পছন্দের মানুষকে টেডি দিলে যদি সে নিতে রাজি হয়, তবে আপনার প্রস্তাবে সে সম্মত।
কমলা রঙ: কমলা রঙের টেডি আনন্দ ও ইতিবাচক অনুভূতির (পজিটিভ ফিলিং) চিহ্ন। কেউ কমাল রঙের টেডি দিলে ভালোবাসার প্রস্তাব খুব শিগগিরই পাওয়ার সম্ভবনা আছে।
আরও পড়ুন: Swiggy-তে ‘স্যানিটারি প্যাড’ অর্ডারেই মিলল ‘সারপ্রাইজ গিফট’,তাজ্জব মহিলা
নীল রঙ: নীল রঙের মূলত ভালোবাসার ঘনত্বের প্রতীক। কে কাকে কতটা ভালোবাসা সেটাই বোঝায় নীল রঙ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নীল রং আত্মবিশ্বাসের প্রতীক। নীল রং স্বচ্ছতার প্রতীক। তাই প্রেমের গভীরতা বোঝাতে নীল রঙের টেডিই এবার বেছে নিন। দেখবেন আপনার প্রিয়মানুষটির কিন্তু ভাল লাগবে নীল রঙের টেডি।
সবুজ রঙ: সবুজ রঙের টেডি সম্পর্কের গভীরতাকে বোঝায়। কে কতটা সম্পর্কে দায়বদ্ধ তা বোঝাতেই এই রঙের টেডি উপহার দেয় সঙ্গী। বিশেষজ্ঞদের কথায়, সবুজ ও হলুদ রং উজ্জ্বলতার প্রতীক। প্রেমকে সদা তরতাজা রাখতে এই এই দুই রঙের টেডির বিকল্প নেই।
লাল রঙ: লাল রঙ আসলে ভালোবাসার রঙ। তাই এই রঙের টেডি ভালোবাসার শক্তিকেই বোঝায়। রঙ যত গাঢ় ততই গভীর ভালোবাসা।
আরও পড়ুন: Rose Day 2023: জেনে নিন আজ কাকে কোন রঙের গোলাপ দিয়ে ইমপ্রেস করবেন?