চলছে প্রেমের সপ্তাহ। চারদিকে বসন্তের আমেজ। গোলাপ, চকোলেট, টেডি ডে পেরিয়ে হাজির প্রমিস ডে (Promise Day)। এবার প্রতিশ্রুতির (Promise) পালা। প্রমিস ডে মানেই প্রিয় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি।প্রিয়জনকে আগলে রাখার প্রতিশ্রুতি জানানোর দিন। সম্পর্কের পথে অন্যতম একটি ধাপ কিন্তু কথা দেওয়া-নেওয়া অর্থাৎ প্রতিশ্রুতি। এর উপরেই টিকে থাকে যৌথজীবনের চাবিকাঠি। ছোট ছোট প্রতিশ্রুতিই বদলে ভালোবাসার সমীকরণ।
- সুখের সময় হোক বা দুঃখ। সবসময় তোমার পাশে থাকব। তোমায় ছেড়ে কোথাও চলে যাব না।
- আমাদের সম্পর্কের মধ্যে কোনও রাখঢাক থাকবে না। দুজনের মধ্যে ভালোবাসা আরও দৃঢ় হোক এই প্রতিশ্রুতিতে।
- আজকের দিনে একটাই প্রতিশ্রুতি আমার। তোমায় সবসময় হাসিখুশি রাখতে চাই। তোমার চোখের জল মুছিয়ে দেব আমি।
- আজ দুজনে আরও কাছাকাছি থাকবার প্রতিশ্রুতি নিলাম। কোনওদিন একে অপরের কাছে কোনও কথা লুকোব না।
- পরিস্থিতি যত কঠিনই হোক, সবসময় তোমার পাশে থাকব। বিপদে যেভাবেই হোক রক্ষা করব তোমায়।
আরও পড়ুন: Rose Day 2023: জেনে নিন আজ কাকে কোন রঙের গোলাপ দিয়ে ইমপ্রেস করবেন?
- যতই ব্যস্ত থাকি না কেন সময় দেওয়ার চেষ্টা করব তোমাকে। সময়টাই আরও গভীর যে কোনও সম্পর্ক। তাই আমার সবচেয়ে দামি সময় তোমার জন্য।
- আমি সব সময় তোমার প্রতি সৎ এবং বিশ্বস্ত থাকব। আমাদের সম্পর্কের মাঝে কোনও মিথ্যে রাখব না। দেব না কোন মানসিক আঘাতও।
- তোমার পছন্দ অপছন্দের সঙ্গে আমার মিল না হলেও, তোমায় অসম্মান করব না। তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করব না।
তবে এটা মনে রাখবেন যে প্রতিশ্রুতি রাখতে পারবেন না, সেই ধরণের কিছু বলবেনও না সঙ্গীকে। তাহলে আর দেরি কেন? এখনই প্রিয়জনের হাত ধরে নিজের মনের কথাটা বলেই দিন। প্রিয়জনের মুখের হাসিই বলে দেবে তাঁর জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: Man marries daughter in law: ২৮ বছর বয়সী পুত্রবধূকে বিয়ে ৭০ বছরের শ্বশুরের!