শনিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম
- ২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২২০
- ২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৭৬০ টাকা
- ২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,২০০ টাকা
- ২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২২,০০০ টাকা
- ২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৬৯৫ টাকা
- ২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৫৬০ টাকা
- ২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৬,৯৫০ টাকা
- ২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৬৯,৫০০ টাকা
- ১ কেজি রুপোর বাটের দাম : ৬৮,৬০০ টাকা
বিয়ের মরশুমে আগে সোনার দাম একলাফে এতটা বাড়াতেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। ফের একধাক্কায় ৫০ হাজারের গন্ডি পার করল সোনার দাম। সোনার দাম প্রতিদিনই বাড়ছে একটু একটু করে।
শুক্রবারের তুলনায় সোনার দাম ফের বেড়ে গেল। তবে শুধু সোনার দাম নয় রূপোর দামও পাল্লা দিয়ে বাড়ছে। অগ্নিমূল্য বাজারে সবকিছুর দামই আগুন। গ্যাসের দাম থেকে পেট্রোলের দাম সবই আকাশছোঁয়া। তার উপর বিশ্ব বাজারে অব্যাহত সোনার দাম। কয়েকদিন আগেও সোনার দাম রেকর্ড গড়েছিল। বিয়ের মরশুমে সোনার দাম উর্ধ্বমুখী। প্রতিদিন যে একটু একটু করে বেড়ে যাচ্ছে সোনার দাম।