আগামী মাসের ৮ তারিখ ‘হইচই’তে (Hoichoi) মুক্তি পেতে চলেছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। একাধিক ছবিতে তাঁর বয়স্কালুক সিরিজের প্রতি ভক্তদের আরও উৎসাহিত করে তুলেছে। কিন্তু সিরিজের জন্য ৩২ থেকে তাঁকে ৭৫ করে তোলার পেছনে যে মানুষটির হাত রয়েছে, তাঁকে প্রকাশ্যে এনেছেন শুভশ্রী (Subhashree Ganguly)।
সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন রাজ-পত্নী। কল্লোল লাহিড়ীর এই জনপ্রিয় উপন্যাসে তিনি কীভাবে শুভশ্রী থেকে ইন্দুবালা হয়ে উঠেছেন, তারই ঝলক রয়েছে ভিডিওয়। বলতে গেলে, কেরিয়ার যখন মধ্য গগনে তখন একটা চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘বৌদি ক্যান্টিন’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এবার এক অন্য ভূমিকায় সকলের সামনে আসছেন নায়িকা। আর তার এই রূপ পর্দার সামনে তুলে ধরতে নেপথ্যে যিনি রয়েছেন, তাঁর নাম সোমনাথ কুন্ডু। বাংলা বিনোদনের দুনিয়ায় একমাত্র প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট তিনিই। এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose), গার্গী রায়চৌধুরীকে (Gargee Roychowdhury) মহাশ্বেতা দেবী বানিয়েছেন এই ব্যক্তিত্ব।
সোমনাথের পরিচয় করিয়ে দিয়ে এই ভিডিয়োতে অভিনেত্রী বলেন, ‘হাই, আমি ইন্দুবালা। আমরা শ্যুটিং করছি ইন্দুবালা ভাতের হোটেলের আজকের। আমার এই ৭৫ বছরের লুক বাংলা ইন্ডাস্ট্রিতে থাকা সেই একজন মেকআপ আর্টিস্টেরই করা। আর তিনি হলেন সোমনাথ কুন্ডু।’ ভিডিয়োতে দেখা যায় কীভাবে শুভশ্রী একবার অল্প বয়সের ইন্দুবালা হচ্ছেন, একবার বৃদ্ধা। তাঁর মেকআপ করানোর মুহূর্তগুলো এখানে দারুণ ভাবে তুলে ধরা হয়েছে। যেখানে একদিকে তাঁর একটি হাতে টানটান চামড়া, অন্য হাতে সেখানেই মেকআপের সাহায্যে চামড়া কুঁচকে গিয়েছে।
আগামী ৮ মার্চ, নারী দিবসের দিন হইচইতে মুক্তি পাচ্ছে এই সিরিজ।
আরও পড়ুন: Chanchal Chowdhury: চেনা দায়! মৃণাল সেন রূপে ক্যামেরা বন্দী চঞ্চল