বারাণসীর মতো এবার কলকাতাতেও হবে গঙ্গা আরতি। বৃহস্পতিবার বিকেলে বাজেকদমতলা ঘাটে গঙ্গারতির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ১৫ জন পুরোহিতের পাশাপাশি কলকাতা পুরসভার মেয়র, মেয়র পার্ষদরাও উপস্থিত থাকবেন সেখানে।
গত বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বারাণসীতে গঙ্গা আরতি দেখেছিলেন মুখ্যমন্ত্রী। তাতে অংশগ্রহণ করতেও দেখা গিয়েছিল তাঁকে। ফিরে এসেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে কলকাতায় গঙ্গা আরতি শুরুর আয়োজন করতে নির্দেশ দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই কাজ শুরু করেছিল কলকাতা পুরসভা।
আরও পড়ুন: Adenovirus: পার্ক সার্কাসের হাসপাতালে মৃত্যু আড়াই বছরের শিশুকন্যার, সতর্ক থাকতে বলছে স্বাস্থ্যভবন
বৃহস্পতিবার থেকে সেই গঙ্গা আরতি শুরু করা সম্ভব হচ্ছে। ওই দিন বিকেল চারটে নাগাদ ১৫ জন পুরোহিতের উপস্থিতিতে শুরু হতে পারে এই গঙ্গা আরতি। সেই অনুষ্ঠানের সূচনা পর্বে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী, মেয়র, মেয়র পরিষদ নিকাশি-সহ কলকাতা পুরসভার শীর্ষ আধিকারিকেরা। গঙ্গা আরতি শুরু করার পাশাপাশি, একটি দেবী গঙ্গার মূর্তিও উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যে সংশ্লিষ্ট ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে৷ গত সাতদিন ধরে মহড়া চলছে গঙ্গারতির। দর্শনার্থীদের সুবিধার্থে আয়োজন করা হচ্ছে লেজার শো-র৷ ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তারও বন্দোবস্ত করা হচ্ছে৷ কলকাতায় এবার এক টুকরো বারাণসী হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই গঙ্গা আরতির জন্য ঘাট তৈরির তৎপরতা শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: WEATHER: ১২২ বছরে সবচেয়ে উষ্ণ ফেব্রুয়ারি, মার্চের শুরুতে ৩৫ ডিগ্রি ছাড়াবে কলকাতা