Tunisha Sharma Death Case: Sheezan Khan gets bail in Tunisha Sharma suicide case

Tunisha Sharma Death Case: আদালতের নির্দেশে জামিন পেলেন শিজান খান, প্রেমিকার উদ্দেশে কী বললেন অভিনেতা

ছোটপর্দার অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু রহস্যের কিনারা হয়নি এখনও। তার মধ্যেই পুলিশি হেফাজত থেকে নিষ্কৃতি পেলেন তাঁর প্রেমিক শিজান খান। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। শনিবার মহারাষ্ট্রের আদালত শিজানের ১ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে।

গত বছর ২৪ ডিসেম্বর মৃত্যু হয় ‘আলি বাবা’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী তুনিশার। মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন শিজান, তুনিশার মায়ের এই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার হন শিজান। তিন মাসের জেল হেফাজাত, অবশেষে জামিনের আর্জি মঞ্জুর করল মহারাষ্ট্র আদালত। জেলে থেকে ছাড়া পেয়ে অভিনেতা জানান, মুক্তির স্বাদ কী হয় সেটা বুঝলেন। এর পর কী পরিকল্পনা? শিজানের কথায়, ‘‘পরিবারের সঙ্গে থাকব, মায়ের কোলে মাথা দিয়ে শুতে চাই, ভাই-বোনদের সঙ্গে সময় কাটতে চাই ও ভাল খাবার খাব।’’

আরও পড়ুন: Nusrat: টিকল না সম্পর্ক, প্রেমে ইতি টানলেন অভিনেত্রী নুসরত

শিজানের দিদি ফলক নাজ, যিনি প্রথম দিন থেকে ভাইয়ের পক্ষে লড়ে গিয়েছেন, শিজানের মুক্তিতে খুশি। তাঁর কথায়, ‘‘ভীষণ খুশি আমি। অবশেষে ও মুক্ত হয়েছে, এই কঠিন সময় যাঁরা পাশে ছিলেন সকলকে ধন্যবাদ।’’ জেল থেকে বেরিয়ে তুনিশার কথা শীজ়ানের কণ্ঠে। অভিনেতা বলেন, ‘‘আমি ভীষণ মিস্ করছি তুনিশাকে, বেঁচে থাকলে আজকে আমার জন্য লড়াই করত।’’

শিজান খান ও ২১ বছর বয়সী তুনিশা শর্মা ছিলেন প্রেমের সম্পর্কে। তুনিশার মৃত্যুর দিন ১৫ আগে তাঁদের ব্রেক আপ হয়ে যায় বলেও শোনা যায়। এরপর দুই পরিবারের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ চলে বিস্তর। জলঘোলাও হয় প্রচুর।

আরও পড়ুন: Abir-Ritabhari: গালে-গাল ঘষে ‘ফাটাফাটি’ রং খেললেন আবির-ঋতাভরী, ভালবাসায় রঙিন নয়া ভিডিও