West Bengal Weather Update : kalboishakhi is approaching with hail in west bengal

West Bengal Weather Update: শিলাবৃষ্টির পূর্বাভাস বাংলায়, তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

মঙ্গল-বুধবার থেকেই আবহাওয়ায় (Weather) বড় রদবদল হবে। সময়ের আগেই কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে ভিজবে বাংলা। এর মধ্যেই শক্তিশালী নিম্নচাপ ঘনিয়েছে ঝাড়খণ্ড ও সন্নিহিত এলাকায়। এর প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। এমনকি শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

শনিবার থেকে বদলে যেতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার অন্যতম কারণ পূবালী হাওয়া ও পশ্চিমী হওয়ার সংঘাত। অপরদিকে ঝাড়খন্ডে অবস্থান নিম্নচাপ অক্ষরেখা, যার কারণে সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। বঙ্গোপসাগর থেকে ঢুকবে প্রচুর জলীয় বাষ্প। এক্ষেত্রে ঝড়ো হাওয়া কোথাও কালবৈশাখীর রূপ নিতে পারে, আবার কোথাও বা বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে শিলাবৃষ্টি আর হালকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার এবং বুধবার ঝড়, বৃষ্টি আর শিলা বৃষ্টি হতে পারে। সাথে দমকা ঝড়ো হাওয়া। এক্ষেত্রে বেশি ভুগবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। আপাতত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত বৃষ্টির দিক থেকে নিরাপদে রয়েছে কলকাতা (Kolkata), তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৌসম ভবনের পূর্বাভাস বলছে, রবিবার থেকেই দেশের পশ্চিম হিমালয় অঞ্চলে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলতে চলেছে। ১৩ মার্চ রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র এবং গুজরাতে, ১৫ মার্চ পূর্ব মধ্য প্রদেশে, ১৪ মার্চ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি (Weather) হতে পারে দেশের উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব অংশে।