sameer khakhar from nukkad farzi passes away

Sameer Khakhar : নুক্কড়, সার্কাস খ্যাত সমীর খাখরের জীবনাবসান, শোকের ছায়া বিনোদন জগতে

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সমীর কক্কর (Sameer Khakhar)। বুধবার ভোরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘নুক্কড়’ ধারাবাহিকে খোপড়ির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘সার্কাস’ সিরিয়ালে হয়েছিলেন চিন্তামণি। আজও দর্শকদের মনে এই দুই চরিত্রের স্মৃতি অমলিন।

মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭১ বছর। জানা গিয়েছে, শ্বাসকষ্ট ও অন্যান্য চিকিৎসাজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর সমীরকে বোরিভলির এমএম হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন: Durnibar Saha: প্রথম বিয়ের পাঞ্জাবি পরেই দ্বিতীয় বার পিঁড়িতে দুর্নিবার?

সমীর খাখরের খুরতুতো ভাই গণেশ খাখর ই টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। সেইসময় হঠাৎই অজ্ঞান হয়ে যান। আমরা ডাক্তারকে ডেকেছিলাম বাড়িতে। এবং তিনি দাদাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তার হার্ট কাজ করছিল না। প্রস্রাবের সমস্যাও ছিল। ভেন্টিলেটরে রাখা হয়েছিল হাসপাতালে। আজ ভোর সাড়ে চারটেয় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’ বুধবারই বোরিভালির বাভাই নাকা শ্মশানে সমীরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে

টুইটারে চলচ্চিত্র নির্মাতা হংসল মেহতা সমীরের ছবি শেয়ার করেছেন এবং শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘কোন কারণে কলেজে থাকতে নুক্কাদের আইকনিক চরিত্রের নামানুসারে আমার ডাকনাম খোপড়ি হয়েছিল। আমার সেই সময়ের সবচেয়ে কাছের বন্ধুরা এখনও আমাকে খোপড়ি বলেই ডাকে। কিন্তু আমি মনে করি সেটাকে বিদায় জানানোর সময় এসেছে। বিদায় সমীর খাখর। স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ।’

আরও পড়ুন: Bengali Cinema: ফেলুদার সঙ্গে জোর টক্কর! রহস্য ভেদে একেনবাবু এবার হাজির রাজস্থানে