Hoichoi Web Series: Singer Jayati Chakraborty Shared A Painful Experience On Her Song Indubala Bhater Hotel

Hoichoi Web Series: না জানিয়ে ‘ইন্দুবালা’ থেকে বাদ গান, অপমানিত-লজ্জিত জয়তী চক্রবর্তী

সিরিজের জন্য গান গেয়েছেন, অথচ গোটা গানটাই বাদ ! যেই কারণেই রেগে আগুন সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তী (Singer Jayati Chakraborty)।

তাঁর গান বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত নিয়ে কোনও প্রশ্নই থাকে না। সঙ্গীত জগতে এক জনপ্রিয় নাম তিনি। ‘ইন্দুবালা ভাতের হোটেলের’ জন্য একটি গান গেয়েছিলেন তিনি। নিজের গান প্রসঙ্গে অনেকের কাছে বলেছিলেনও বটে, শুনে দেখার অনুরোধও করেছিলেন। কিন্তু আশা নিয়ে সিরিজ দেখতে বসেই যেন মাথায় বাজ ভেঙে পড়ল। নিজের গাওয়া গানটি শুনতে না পেয়েই আশাহত শিল্পী। শুধু তাই নয়, ওই একই গান গেয়েছেন অন্য আরেকজন শিল্পী। এরপরেই সোশ্যাল মিডিয়ায় কলম ধরলেন। খানিকটা সকলের ভুল ভাঙ্গতেই সরব জয়তী। কী লিখলেন?

“ইন্দুবালা ভাতের হোটেল সিরিজ এ আমার কণ্ঠে একটি গান আছে বলে আমি জানতাম।।অনেক আশা নিয়ে দেখতে বসে দেখলাম গানটি আমার কণ্ঠে নেই।।আমার কণ্ঠ বাদ দিয়ে খুবই সুযোগ্য গুণী একজনের কণ্ঠ রাখা হয়েছে। বিষয়টি অবগত হবার পর আঘাত পেয়েছি বটেই”। পাশাপাশি তিনি এও বলেছেন, ‘আমার কতটা আশাভঙ্গ হলে সেটার বিচার না হয় পরে হবে তবে যার কন্ঠ এই গানটি মুক্তি পেয়েছে সেই গুণী শিল্পীরও এটা অপমান। কারণ নাম রয়েছে আমার, অথচ গান গাইছেন অন্য কেউ। তিনি নিজের সকল দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলেন, যাদের বলেছিলাম আমার গান রয়েছে, শুনবেন। তাদের বলছি, এই মিথ্যাচার থেকে রেহাই পাওয়ার চেষ্টা করলাম। ইন্দুবালা ভাতের হোটেলে আমার কোনও গান নেই। আমায় কেউ ভুল বুঝবেন না। সিরিজটি ভাল, সকলে দেখবেন।’

আরও পড়ুন: Sonali Kulkarni: ‘বহু ভারতীয় মহিলাই অলস, স্বামীর রোজগারে দিন কাটাতে চান’, সমালোচনার ঝড়

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় পরিচালক দেবালয় ভট্টাচার্য এবং সঙ্গীত পরিচালক অমিত চট্টোপাধ্যায়ের সঙ্গে।  অমিতের কথায়, “আমি সিরিজ়টি মুক্তির পর আর দেখিনি। তাই বলতে পারব না, ঠিক কী ঘটেছে।” পরিচালকের হাতে গান তুলে দেওয়ার পর কি কোনও দায়িত্ব থাকে না সঙ্গীত পরিচালকের? সেই গানটি ব্যবহার হল কি হল না জানার কোনও উপায় নেই? “না বিষয়টা ঠিক তা নয়। গানটা হয়তো সিরিজ়ে নেই। কিন্তু ইউটিউবে অ্যালবামে রয়েছে। জয়তীদির গাওয়ার আগে ইক্সিতা মুখোপাধ্যায়ও এই গানটি গেয়েছিলেন। এ বার সিরিজ়ে কেন তা নেই সেটা ভাল বলতে পারবেন দেবালয়দা।” প্রসঙ্গত, ইক্সিতা সম্পর্কে সঙ্গীত পরিচালক অমিতের স্ত্রী।

এ প্রসঙ্গে দেবালয়ের মত, “২৪ মার্চ মুক্তি পাবে এই সিরিজ়ের বাকি অংশ, একেবারে বাদ দিয়ে দেওয়া হয়েছে কি না, সেটা তো তার পরেই জানাতে পারব। খুব অল্প হলেও কিন্তু আমি জয়তীদির গানটি রেখেছি। আর আমার সম্পাদনার সময় মনে হয়েছিল, ওই দৃশ্যে জয়তীদির গাওয়া গানটি ঠিক যাচ্ছে না। তবে এখনও কিছু পর্ব মুক্তি বাকি। তার আগে নিশ্চিত করে কী ভাবে বলতে পারি যে, জয়তীদির গান বাদ দিয়ে দেওয়া হয়েছে। অমিতের স্ত্রী ইক্সিতা আরও কয়েকটা গান গেয়েছে এই সিরিজ়ে।” সঙ্গীত পরিচালকের স্ত্রী গানটি গেয়েছেন বলেই কি তা হলে সিরিজ় থেকে বাদ দিয়ে দেওয়া হল জয়তীর গাওয়া সেই গান? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: Salman Khan: সলমনের বাড়ির সামনে আর ভিড় করতে পারবেন না ভক্তরা