Nokia Smartphone : nokia c12 pro launched in india know price specifications and availability

Nokia Smartphone : ফোনের দাম ৭ হাজার টাকারও কম! লঞ্চ হল Nokia C12 Pro

দেশে নতুন স্মার্টফোন লঞ্চ করল এইচএমডি (HMD) গ্লোবাল। সস্তায় বাজারে এল নোকিয়া সি12 প্রো। একবার চার্জ অনেকক্ষণ ফোন ব্যবহার করে যাবে বলে দাবি করেছে সংস্থা। কিছুদিন আগে লঞ্চ হওয়া নোকিয়া সি12 এর আপডেট ভার্সন এই স্মার্টফোন। মিলবে অ্যান্ড্রয়েড 12 গো অপারেটিং সিস্টেম। পাশাপাশি নোকিয়া জানিয়েছে, এই স্মার্টফোনের ব্যাটারি রিমুভেবেল।

  • এই ফোনের ২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। অন্যদিকে ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪৯৯ টাকা।
  • নোকিয়া সি১২ প্রো ফোনের এই দুই ভ্যারিয়েন্টে ২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যামের ফিচার রয়েছে। light mint, charcoal, dark cyan- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া সি১২ প্রো ফোন।
  • এই ফোনে একটি ৬.৩ ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে নোকিয়া সি১২ প্রো ফোনে।

আরও পড়ুন: Samsung Galaxy: 5,000 mAh ব্যাটারি, 8 GB RAM! জলের দরে 2টি নতুন ফোন লঞ্চ

  • এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর প্রসেসর। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) আউট অফ দ্য বক্সের সাহায্যে।
  • নোকিয়ার নতুন ফোনে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • অন্যান্য স্পেসিফিকেশনের মতো খুব গুরুত্বপূর্ণ ফোনের ব্যাটারি। একবার চার্জ দিয়ে যাতে টানা দিনভর স্মার্টফোন ব্যবহার করা যায় তার জন্য এতে 4,000 এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি থাকছে। সঙ্গে চার্জিংয়ের জন্য মিলবে 10 ওয়াট চার্জিং সাপোর্ট।
  • ধুলো বালি থেকে স্মার্টফোন সুরক্ষিত রাখার জন্য আইপি52 রেটিং পাওয়া যাবে হ্যান্ডসেটে।

আরও পড়ুন: Nowruz 2023: পারসি নববর্ষে নতুন রূপ, ফুলরঙিন মৌমাছিরণিত সাজে গুগল ডুডল