ঠিক ১৪২৬ দিন পর তাঁর গড়ে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। সোমবার চিপকে লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে টস করতে নামলেন সিএসকে-র অধিনায়ক ধোনি।
চিপকের সংস্কারের কাজ চলায় গত চার বছর এখানে খেলতে পারেনি সিএসকে ও ধোনি। শেষবার এমএ চিদাম্বরম স্টেডিয়াম বা চিপকে ধোনির চেন্নাই খেলেছিল ২০১৯ সালের ৭ মার্চ, মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে। ধোনিরা চিপকে অপরাজেয়, এমনটাই মিথ। চিপকে চেন্নাইকে হারানো সত্যিই কঠিন, তা পরিসংখ্যানেও স্পষ্ট। ২০০৮-প্রথম আইপিএল থেকে চিপকে সিএসকে-কে নেতৃত্বে দিয়ে আসছেন ধোনি। মাহিকে নিয়ে চিপকে তাঁর ভক্তদের উচ্ছ্বাসের আবেগ সব কিছুকে ছাপিয়ে গেল।
আরও পড়ুন: Asia Cup: এশিয়া কাপ হবে পাকিস্তানেই, তবে প্রতিবেশী দেশে ঢুকবেন না রোহিত-বিরাটরা
Oh Captain, My Captain.🥹💛 #Dhoni pic.twitter.com/z8yaym6w3Q
— WhistlePodu Army ® – CSK Fan Club (@CSKFansOfficial) March 27, 2023
এদিন, চিপকে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন লখনৌয়ের অধিনায়ক লোকেশ রাহুল। ফলে ধোনিরা প্রথমে ব্যাট করবেন। সঞ্চালক ইয়ান বিশপ যখন তাঁর সঙ্গে কথা বলছেন, তখন ধোনির কথা শোনাই গেল না। আসলে তখন গোটা চিপক জুড়ে চিৎকার। প্রিয় তারকাকে দেখে উল্লাসে ফেটে পড়েছেন চেন্নাই সমর্থকরা। তাই ধোনির কথা শোনা যাচ্ছিল না। বাধ্য হয়ে একটু জোরে কথা বলতে হয় তাঁকে।
আইপিএলের গত মরসুমে চেন্নাইয়ের ফল ভাল হয়নি। পয়েন্ট তালিকায় নবম স্থানে শেষ করেছিল চার বারের চ্যাম্পিয়নরা। এ বার কি বদলাবে ছবি? আশায় বুক বেঁধেছে চেন্নাই। ভরসার নাম মহেন্দ্র সিং ধোনি। সোমবার হয়তো সিংহগর্জনেই ভনক্কম থালাইভা বলবে ৪০ হাজারের গ্যালারি। ধোনি যেমন চেন্নাইয়ের অপেক্ষায় ছিলেন, তেমন চেন্নাইও তো ধোনির অপেক্ষায় ছিল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি অবসর নিয়েছেন ২০১৯ সালের জুলাই মাসে। এখন শুধু আইপিএল খেলেন। তবু তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। জনপ্রিয়তার মতোই অটুট ভারতীয় ক্রিকেটে তাঁর প্রভাব।
আরও পড়ুন: Salim Durani: প্রয়াত ‘প্রিন্স’সেলিম দুরানি, নক্ষত্রপতন ভারতীয় ক্রিকেটে