দুর্গাপুরের ব্যবসায়ী রাজু ঝা খুন প্রসঙ্গে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিঘার সভা থেকে মুখ্যমন্ত্রী বেনজির আক্রমণ শানান বিজেপিকে লক্ষ্য করে। কার্যত একাধিক মন্ত্রীর প্রসঙ্গ তুলে প্রশ্ন ছুড়ে দিলেন মমতা। যা বেশ অস্বস্তিতে ফেলবে বিজেপিকে।
প্রসঙ্গত, শনিবার রাতে শক্তিগড়ে দুষ্কৃতীর গুলিতে প্রাণ গিয়েছিল বিজেপি নেতা তথা কয়লা মাফিয়া রাজু ঝা। অন্ধকার জগতে নিরঙ্কুশ প্রতিপত্তি থাকলেও রাজনৈতিক জগতে পরিবারের আপত্তি সত্বেও যোগ দেন রাজু। দলের কাছে প্রত্যাখ্যাত হলেও দুর্গাপুরে তাঁর বিলাসবহুল হোটেলেই উঠতেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে কেন্দ্রীয় উচ্চপদস্থ আধিকারিকরা। এতে রাজুর দিল্লিস্তরে যোগাযোগ বাড়তে থাকে। কেন্দ্রীয়স্তরে সখ্যতা হওয়ায় অনেক বিজেপি নেতারও চক্ষুশূল হয়ে উঠেছিলেন রাজু। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে বাঁচতে বহু অন্ধকার জগতের লোক রাজুর উপর এই কারণেই ভরসা করেছিলেন। এসব নিয়েই এবার বিজেপিকে নিশানা করলেন তৃণমূল নেত্রী।
আরও পড়ুন: Rain Forecast: রাজ্যে টানা তিন দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টি
মঙ্গলবার দিঘায় তৃণমূলের বুথস্তরের কর্মিসভায় যোগ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই মঞ্চ থেকেই মমতার প্রশ্ন, “বলুন, কারা কারা ছিল তাঁর (রাজু ঝা) হোটেলে? কোন মন্ত্রী, কোন নেতা, কাদের কাদের টাকা দিয়েছে? কোন পার্টিকে সাহায্য করত?” এরপরই তৃণমূল সুপ্রিমোর খোঁচা, “কই এসব নিয়ে বলছেন না তো, মুখে কুলুপ এঁটেছে!”
শক্তিগড়ে কয়লা ব্যবসায়ী রাজু ঝাকে গুলি করে খুনের ঘটনায় ইতিমধ্যেই গঠিত হয়েছে সিট। দলের নেতৃত্বে রয়েছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন। রয়েছেন আরও ১১ জন সদস্য। এরইমধ্যে আজ এই হত্যা প্রশ্নে মমতার কটাক্ষ খুবই তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: Ram Navami Violence: স্কুল-ইন্টারনেট বন্ধ রিষড়ায়, অশান্তির জেরে ১৪৪ ধারা জারি