Free Alcohol: Man calls up SHO for free liquor posing as grandson of PM advisor; arrested

Free Alcohol: প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাতি, ভুয়ো পরিচয় দিয়ে পুলিশের কাছে ফ্রি মদ চাইলেন ব্যক্তি

প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) উপদেষ্টার নাতি পরিচয় দিয়ে বিনামূল্যে পানাশালায় প্রবেশের দাবিতে পুলিশকে ফোন। গুরগাঁওয়ের (Gurgaon) সেক্টর-৬৫ এলাকার ঘটনা। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরি হয়। পরে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত যুবককে। ঘটনার তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন, আগেও একাধিকবার ভুয়ো পরিচয় দিয়ে বিনামূল্যে পানশালায় প্রবেশ করেছেন এই যুবক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে সেক্টর-৬৫ থানার এক আধিকারিককে ফোন করেন অভিযুক্ত সত্যপ্রকাশ। ফোনে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক উপদেষ্টার নাতি বলে পরিচয় দেন। ওই পুলিশ আধিকারিককে তিনি জোর করেন, যেন তাঁকে সেক্টর-৬৫-এর একটি বিলাসবহুল পানশালায় বিনামূল্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। পুলিশ তাঁর সম্পর্কে বিশদে জানতে চাইল ফোন কেটে দেন যুবক।

আরও পড়ুন: P&H High Court: স্ত্রীকে দেখাশোনা স্বামীর কর্তব্য, ভিক্ষে করে হলেও দিতে হবে খোরপোশ! রায় আদালতের

ট্রু-কলারে দেখা গিয়েছে সত্যপ্রকাশের নম্বরে প্রধানমন্ত্রী মোদীর ছবি ছিল। নম্বরটিকে অফিস নম্বর হিসেবে দেখানো হয়েছে। বছর একত্রিশের সত্যপ্রকাশকে সোমবার সেক্টর-৫৮ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক একটি কল সেন্টারে কাজ করেন। আরও জানা গিয়েছে, যুবকের এমন কোনও আত্মীয় নেই যিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করেন। পুলিশের দাবি, ভুয়ো পরিচয়ে আগেও একাধিকবার বিভন্ন পানাশালায় বিনামূল্যে প্রবেশ করেছে অভিযুক্ত। তাঁর মোবাইল ফোন, সিম কার্ড বাজেয়াপ্ত করে খতিয়ে দেখা শুরু হয়েছে।

এফআইআর রেজিস্টার হয়েছে সংবিধানের ৪১৯ ধারা, ৫০৬ ধারা, ৫০৭ ধারায়।  জেরায় সত্যপ্রকাশ জানান, তাঁর এক বন্ধুর দাদু বহু বছর আগে পিএমওতে কর্মরত ছিলেন। সেই সূত্র ধরে ভুয়ো পরিচয় দিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন সত্যপ্রকাশ।

আরও পড়ুন: IMD Heat Wave Forecast: ভারতে এবার রেকর্ড গরম পড়ার পূর্বাভাস, বাংলায় কতটা গরম পড়বে?