Ramnavami: Howrah Police arrested Howarh gun toting youth from Munger

Ramnabami: রামনবমীর মিছিলে বন্দুক, মুঙ্গের থেকে গ্রেফতার সুমিত সাউ

হাওড়ায় রামনবমীতে পিস্তল হাতে মিছিলে ছিলেন এক যুবক। টুইটে চাঞ্চল্যকর ছবি দিয়ে তা পোস্ট করেছিলেন তৃণমূলের সর্ববারতীয় সাধারণ সম্পাদক। যা নিয়ে বঙ্গ রাজনীতিতে শোরগোল পড়ে যায়। অভিযুক্ত যুবককে খুঁজছিল পুলিশ। শেষ পর্যন্ত বিহারের মুঙ্গের থেকে সুমিত সাউকে গ্রেফতার করে হাওড়া পুলিশ। মঙ্গলবার সোশাল মিডিয়া পোস্টে সুমিতের গ্রেফতারির খবর জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে নজিরবিহীন অশান্তির ঘটনা ঘটেছে দেশ জুড়ে। একই ঘটনা বাংলার হাওড়াতেও। অভিষেক সেই মিছিলের একটি ভিডিয়ো টুইট করেছিলেন। তাতে দেখা গিয়েছিল বন্দুক হাতে মিছিলে নাচতে। এই ঘটনার পর সাংবাদিক বৈঠকে অভিষেক এই ভিডিয়ো দেখিয়ে দাবি করেছিলেন, যেখানেই লুকিয়ে থাকুন, পুলিশ তাঁকে গ্রেফতার করবেই। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই হাওড়া পুলিশ বিহার থেকে গ্রেফতার করল অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সুমিত সাউ। বয়স ১৯। বাড়ি, হাওড়ার মালি পাঁচঘড়া থানার অন্তর্গত শম্ভু হালদার লেনে। বন্দুক নিয়ে মিছিলে নাচানাচি করেই সুমিত বিহারে পালায়। পুলিশ তদন্ত করে জানতে পারে মুঙ্গেরে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে আছেন তিনি। সেই অনুযায়ী গোয়েন্দারা তাঁকে মুঙ্গের থেকে গ্রেফতার করেন।

আরও পড়ুন:  PM Narendra Modi: বাংলার সাংসদদের সঙ্গে সাক্ষাৎ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সম্ভাবনা শাহি সাক্ষাতের

হাওড়ার ঘটনার তদন্ত করছে সিআইডি। হাওড়া পুলিশের গোয়েন্দা শাখা সুমিতকে সিআইডির হাতে তুলে দেবে। বুধবার তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

মুঙ্গের থেকে বন্দুকবাজ, বুলডোজার, ট্রাক্টর এনে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে। দিঘা বুথ ভিত্তিক কর্মী সম্মেলন থেকে শিবপুর, হাওড়ার অশান্তি নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম-বিজেপিকে একযোগে আক্রমণ করে তিনি বলেছেন আগে এটা বামেরা করত, এখন বিজেপি করছে। রাম-বাম এক হয়ে গিয়েছে। তাঁর কথায় বাইরের থেকে গুন্ডাদের ভাড়া করে আনছে বিজেপি। বুলডোজার, ট্র‌্যাক্টর নিয়ে অস্ত্র নিয়ে ঢুকেছে এরাজ্যে। পুলিশের অনুমতি ছিল না তা সত্ত্বেও গায়ে জোরে ঢুকেছে। তবে এসব বরদাস্ত করা হবে না। সব কিছুর ওপর নজর রয়েছে। ধর্মের নামে যারা অশান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দোকান-বাড়ি বানিয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।