১০ মার্চের ধর্মঘটের অনুপস্থিতির কারণে লাগাতার শোকজ চলছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে শিক্ষক-শিক্ষিকাদের। গত ২৫ শে মার্চ পর্যন্ত সেই সংখ্যা ছিল ২২৮৫৬ জন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ২৯ হাজারের কাছাকাছি। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ১০ই মার্চের ধর্মঘটে অনুপস্থিতির কারণে এখনও পর্যন্ত ২৮ হাজার ৭০৪ জন শিক্ষক শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। সাত দিনের মধ্যে উত্তরও দিতে বলা হয়েছে।
সাম্প্রতিক সময়ে ধর্মঘটের কারণে অনুপস্থিতির জন্য এত সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে শোকজ করার ঘটনা কার্যত নজির নেই বলেই দাবি পর্ষদের আধিকারিকদের। পর্ষদ সূত্রে খবর, লাগাতার ডিআইরা যে রিপোর্ট পাঠাচ্ছেন সেই পরিপ্রেক্ষিতেই শোকজ করা শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা বেড়ে যাচ্ছে।
আরও পড়ুন: Kuntal Ghosh: ‘অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছে ED’, বিস্ফোরক কুন্তল ঘোষ
১০ মার্চের ডিএ ইসুকে কেন্দ্র করে ধর্মঘটের অনুপস্থিতিদের তালিকা বিভিন্ন জেলার ডি আই রা পাঠিয়েছিল পর্ষদ কে। সেই পরিপ্রেক্ষিতে এত সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে শোকজ বলেই পর্ষদ সূত্রে খবর। নদীয়া জেলার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ জেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক-শিক্ষিকাদের শোকজ করা হয়েছে।
ইতিমধ্যেই শোকজের উত্তর ডিআইদের কাছে জমা পড়তেও শুরু করেছে। তবে এর পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানা গেছে পর্ষদ সূত্রে। পর্ষদ আধিকারিকদের দাবি রাজ্য অর্থ দপ্তরের নির্দেশিকা মেনেই এই শোকজ করা হচ্ছে। তবে অর্থ দপ্তরের নির্দেশিকা মোতাবেক সকল এর উত্তর যথাযথ না হলে বিভাগীয় তদন্তের মুখে পড়তে পারে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের।
আরও পড়ুন: Weather Today: মঙ্গলের রাতে ঝড়বৃষ্টি জেলায় জেলায়, আজ আবহাওয়া কেমন থাকবে