যে সব মহিলা ‘নোংরা পোশাক’ পরেন, তাঁরা শূর্পণখার মতো! এমন মন্তব্য করে এ বার বিতর্ক বাধালেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ইনদওরে হনুমান জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে মহিলাদের পোশাক নিয়ে এই মন্তব্য করেছেন বিজেপি নেতা। যা প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল।
ইন্দোরে হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। সেখানেই তিনি যুব সমাজের বিপথগামিতা নিয়ে সরব হন। এই বিজেপি নেতা বলেন, ‘যখন আমি দেখি ছেলেমেয়েরা নেশা করছে, তখন মনে হয় গাড়ি থেকে নেমে পাঁচ-সাতটা থাপ্পড় কষিয়ে দিই। আমাদের দেশ আজ সবদিক থেকে বিশ্বের সেরা। শুধু যুবসমাজ পিছিয়ে পড়ছে।’
আরও পড়ুন: Rahul Gandhi: আপাতত স্বস্তিতে রাহুল গান্ধী, জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ সুরাট কোর্টের
পাশাপাশি মহিলাদের পোশাক ও শরীর নিয়েও মন্তব্য করেছেন কৈলাস। বলেছেন, ‘আমাদের দেশে মেয়েদের দেবীর আসনে বসানো হয়। অথচ, সেই মেয়েরাই যখন দেখি নোংরা পোশাক পরছে তখন তাদের আর দেবী বলে মনে হয় না। মনে হয় শূর্পণখা।’ তাঁর নিদান, ‘ঈশ্বর এত ভাল শরীর দিয়েছেন। তাহলে নোংরা পোশাক পরা কেন? ভাল পোশাক পরুন।’
বিজয়বর্গীয়ের মন্তব্যের নিন্দায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ জহর সরকার। টুইটারে তিনি লিখেছেন, ‘‘এই ধরনের লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য একটা দলের নিম্ন মানসিকতার বহিঃপ্রকাশ। ওঁকে দেখুন এক বার। ভাবুন এক বার, আপনি নিরাপদ কি না!’’ সরব বাংলার শাসক দল তৃণমূলও।
India continues to walk BACKWARDS under the leadership of PM @narendramodi.
Senior @BJP4India leaders are now comparing women to demonesses for simply choosing to wear what they please!
Wish Mr @KailashOnline would chide his son too, for his behaviour.https://t.co/YFT1iHUosk
— All India Trinamool Congress (@AITCofficial) April 8, 2023
আরও পড়ুন: Repo Rate by RBI: রেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত RBI-এর, নতুন অর্থবর্ষে স্বস্তি পাবেন আম জনতা?