Naushad Siddiqui: MLA Nawsad Siddique's car met with an accident on Kona Expressway in Howrah

Naushad Siddiqui: কোনা এক্সপ্রেসওয়েতে ধাক্কা কন্টেনারের পিছনে, দুর্ঘটনার মুখে নওশাদ সিদ্দিকি

দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকির গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁতরাগাছির কাছেই। বরাতজোরে রক্ষা পেয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। সুস্থই রয়েছেন তিনি। এই ঘটনার নেপথ্যে কোনও চক্রান্ত থাকতে পারে বলেই মনে করছেন বিধায়ক।

স্থানীয় সূত্রে খবর, ফুরফুরা শরিফে নিজের বাড়ি থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে বিধানসভায় যাচ্ছিলেন নওশাদ। গাড়িতে ছিলেন বিধায়ক। পথে গরফা ক্রসিংয়ের কাছে নওশাদের গাড়ি দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে। যার জেরে বিধায়কের গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নওশাদ। কন্টেনারটি আচমকা গতি কমিয়ে দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পিছনে বিধায়কের গাড়ি ধাক্কা দেয় বলে দাবি স্থানীয়দের একাংশের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধায়ক এবং চালক দু’জনেই সুস্থই আছেন। দুর্ঘটনার মিনিট কুড়ি পর তিনি অন্য একটি গাড়ি করে বিধানসভার উদ্দেশে রওনা দেন। ব্রেক ডাউন ভ্যান তাঁর গাড়িটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছে।

আরও পড়ুন: Malda love affairs: মেয়েকে দেখতে এসে মাকে পছন্দ! রাতেই ঘর ছাড়লেন ২ জন

জানা গিয়েছে, যে গাড়িটির পিছনে আইএসএফ নেতার গাড়ি ধাক্কা মারে সেই গাড়িটি করে খাবার সরবরাহ হচ্ছিল। তবে হাইরোডের উপরে হঠাই কেন ব্রেক কষলেন সেই নিয়ে প্রশ্ন উঠছেন। এখনও পর্যন্ত গাড়ির চালক কোথায় আদৌ তাঁকে পুলিশ আটক করেছে কি না সেই বিষয়ে কিছু জানতে পারা যায়নি।

দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত বিধায়ক। তিনি জানান, দুর্ঘটনাস্থলে সিগন্যাল না থাকা সত্ত্বেও কেন গাড়িটি দাঁড়িয়ে পড়ল, তা তিনি কিছুতেই বুঝতে পারছেন না। এই ঘটনার নেপথ্যে কোনও চক্রান্ত থাকতে পারে বলেও আশঙ্কা নওশাদের। এদিকে, এই দুর্ঘটনার জেরে সাঁতরাগাছি সংলগ্ন জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। যত তাড়াতাড়ি সম্ভব যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেই প্রশাসনিক সূত্রে খবর।

আরও পড়ুন: Heatwave Alert: পয়লা বৈশাখের আগেই বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা! হিটস্ট্রোক রুখতে বিশেষ আর্জি স্বাস্থ্য ভবনের