Mamata Banarjee: CM Mamata Banerjee Asked To Take Action Against Fake News

Mamata Banarjee: ‘আই লাভ কেওড়াতলা মহাশ্মশান’! সোশ্যাল মিডিয়ার খবরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

রাজনৈতিক পালাবদলের পর থেকে নতুন রূপে সেজে উঠেছে মহানগর। নীল সাদা রঙ, ত্রিফলা থেকে শুরু করে হালফিলে ওয়ার্ডে-ওয়ার্ডে লেখা ‘আই লাভ ওয়ার্ড…’। শহরের আনাচ কানাচে চোখে পড়ছে এই ফলক। কিন্তু তা বলে শ্মশানেও লেখা হবে ‘আই লাভ কেওড়াতলা মহাশ্মশান’! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। যা নিয়ে এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। বিষয়টি নিয়ে বলতে গিয়ে কার্যত মেজাজ হারান।

নবান্ন থেকে অ্যাম্বুল্যান্স উদ্বোধনের পর মুখ্যমন্ত্রীর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, ‘কয়েকদিন ধরে একটা ভুয়ো খবর রটছে। কোনও ভুয়ো খবর বরদাস্ত করা হবে না। যেটা হয়নি সেটা লেখা হয়েছে। কেউ শ্মশানকে ভালবাসতে পারে? শ্মশান তো শেষের জায়গা। হৃদয় বিদারক জায়গা। তাকে কেউ ভালবাসতে পারে? যারা এই ধরনের ছবি ছড়ায় তাদের ধিক্কার জানাই।’  তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, কেওড়াতলা মহাশ্মশানে এধরনের কোনও ফলক বানানো হয়নি। তাঁর কথায় সম্মতি জানান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও।

আরও পড়ুন: Fit Certificate: আয়ুর্বেদ চিকিৎসকদের দেওয়া সার্টিফিকেটকে মান্যতা কলকাতা হাইকোর্টের, সর্বত্র গ্রহণ করার নির্দেশ

এদিন মুখ্যমন্ত্রী সবধরনের ভুয়ো খবরের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলেন,’আমাকে বদনাম করতেই পারেন। আমার নামে কুৎসা করতে পারেন। কিছু মনে করব না। কিন্তু ভুয়ো খবর বরদাস্ত নয়। কেউ কেউ উস্তানিমূলক খরব ছড়াচ্ছে। ভুয়ো খবরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে।’

মুখ্যমন্ত্রী সিপিকে এই ধরনের ভুয়ো, উসকানিমূলক খবরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন: Mamata Banerjee: মমতার অগোচরে পার্কিং ফি বৃদ্ধি! মেয়রকে তির কুণালের