India's first Underwater Metro: A historic moment for Kolkata Metro, first Metro reached to Howrah Maidan station under the tunnel of Ganges

India’s first Underwater Metro: জলের তলায় জুড়ে গেল কলকাতা-হাওড়া! গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো

১২ এপ্রিল, ২০২৩, ইতিহাসের পাতায় নাম লেখাল কলকাতা মেট্রো (Kolkata metro) রেল। দেশের মধ্যে প্রথমবার নদীর তলা দিয়ে ছুটল মেট্রো। গঙ্গার উপর দিয়ে কলকাতা ও হাওড়া (Howrah) শহরকে প্রথম জুড়েছিল হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। এবার সেই ব্রিজের কাছেই গঙ্গার (Ganges) তলা দিয়ে জুড়ে গেল দু’টি শহর। বহু বাধাবিপত্তি পার করে কলকাতা থেকে হাওড়া পৌঁছে গেল মেট্রো রেল।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বুধবার (১২ এপ্রিল) ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুটি রেক গঙ্গার নীচ দিয়ে ছুটেছে। যে রেকগুলি সল্টলেক সেন্ট্রাল পার্কের ডিপো থেকে বউবাজার পার করিয়ে আনা হয়েছিল।  কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, মহাকরণ স্টেশন থেকে হাওড়া ময়দান স্টেশনে দুটি রেক নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে মেট্রোর এমআর-৬১২ রেকটি গঙ্গার তলা দিয়ে ছুটেছে। সকাল ১১ টা ৫৫ মিনিটে সেটি হুগলি নদী পার করে যায়। তারপর মেট্রোর এমআর-৬১৩ রেকটিও গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান স্টেশন এসে পৌঁছায়।

আরও পড়ুন: Mithun Chakraborty: বিজেপির ফিল্ম ফেস্টিভ‌্যালেও বাদ মিঠুন! ফের শুরু বিতর্ক

তবে আজ ট্রায়াল রান হয়নি বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার শ্রী পি উদয় কুমার রেড্ডি এই প্রসঙ্গে বলেছেন, ‘এটা কলকাতা শহরের জন্য ঐতিহাসিক মুহূর্ত। আগামী সাত মাস এই ট্রায়াল চলবে। এটা ট্রায়াল রানের প্রস্তুতি পর্ব। ট্রায়াল রান নয়।’

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র বলেন, ‘কলকাতা মেট্রোর জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত। বহু বাধা অতিক্রম করে আমরা মেট্রো রেককে হাওড়া অবধি নিয়ে যেতে পারলাম। কলকাতা এবং শহরতলির মানুষকে বিশেষ উপহার দিতে চলেছে ভারতীয় রেল।’

ভারতের মধ্যে প্রথম মেট্রো ছুটেছিল কলকাতায়। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর ভারতের প্রথম পাতালরেল চলেছিল কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ভবানীপুর (অধুনা নেতাজি ভবন স্টেশন) পর্যন্ত। আর এবার ২০২৩ সালের ১২ এপ্রিল, গঙ্গা পেরিয়ে মেট্রো পৌঁছে গেলো হাওড়াতে। তৈরি হল নয়া ইতিহাস।

আরও পড়ুন: Mamata Banarjee: ‘আই লাভ কেওড়াতলা মহাশ্মশান’! সোশ্যাল মিডিয়ার খবরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী