অবশেষে ভারতে Asus ROG Phone 7 সিরিজ লঞ্চ হয়েছে। গেমিং ব্যবহারকারীদের কথা মাথায় রেখে Asus ROG Phone 7 সিরিজটি চালু করা হয়েছে। এতে 16GB RAM সহ ফোনে কুলিং সলিউশন দেওয়া হয়েছে, যা দীর্ঘক্ষণ গেম খেলার পরেও ফোনকে ঠান্ডা রাখবে। ফোনটিতে 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ 165Hz রিফ্রেশ রেট রয়েছে। তবে চলুন দাম থেকে শুরু করে ফিচার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Asus ROG Phone 7 ফ্যান্টম ব্ল্যাক এবং স্টর্ম হোয়াইট কালার অপশনে বাজারে এসেছে। এই ফোনের 12 GB RAM সহ 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 74,999 টাকা। আর Asus ROG Phone 7 Ultimate স্টর্ম হোয়াইট রঙয়ে রয়েছে। এই ফোনটি 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ সহ 99,999 টাকা দামে কেনা যাবে। মে মাসে ফোন দু’টির বিক্রি শুরু হবে।
আরও পড়ুন: GT vs CSK: বিনামূল্যে দেখতে পাবেন IPL, জানুন কোথায় – কখন দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান- ওপেনিং ম্যাচ
ROG Phone 7 এবং ROG Phone 7 Ultimate ফোনে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট রয়েছে। দু’টি ফোনেই যথাক্রমে Android 13 ভিত্তিক ROG UI এবং Zen UI ব্যবহার করা হয়েছে। ROG Phone 7 এবং ROG Phone 7 Ultimate 165Hz রিফ্রেশ রেট, (2448 x 1080) রেজোলিউশন এবং 720Hz টাচ স্যাম্পলিং রেট সহ একটি 6.78-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে।
Asus ROG Phone 7 সিরিজের ফোনগুলিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটিতে একটি 50-মেগাপিক্সেল Sony IMX766 প্রাথমিক সেন্সর, একটি 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 8-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। উভয় স্মার্টফোনের সামনের ক্যামেরায় একটি 32-মেগাপিক্সেল সেন্সর রয়েছে।
দু’টি ফোনেই 65W তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 6,000mAh ব্যাটারি ইউনিট রয়েছে। Asus ROG Phone 7 সিরিজে কানেক্টিভিটি অপশন হিসেবে GPS, NFC, Bluetooth v5.3 এবং Wi-Fi সাপোর্ট করে। ফোনটির একটি IP54 রেটিংও রয়েছে।
আরও পড়ুন: IPL: জুয়া খেলতে উৎসাহিত করছেন সৌরভ-রোহিত, চার তারকার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের