পয়লা বৈশাখে জোড়া সুখবর দিলেন দেব (Dev)। প্রথমে পারিবারিক ছবি ‘প্রধান’-এর ঘোষণা করলেন। পরে প্রকাশ করলেন ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র (Byomkesh O Durgo Rahasyo) ফার্স্টলুক।
শনিবার সামনে এল দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে দেখা গেল ‘সত্যান্বেষী’ দেবের ডান হাত জড়িয়ে রয়েছে একটি বিষাক্ত সাপ, তার মাথাটি চেপে ধরেছেন দেব। অন্য হাতে জ্বলন্ত চর্চ। চোখে সেমি-রাউন্ড চশমা। পূর্ণিমার রাতে একটি দূর্গর সামনেই দাঁড়িয়ে রয়েছেন ‘ব্যোমকেশ’ দেব। তাঁর চোখে দৃঢ় চাউনি। রহস্য উদঘাটনের জন্য পুরোদমে প্রস্তুত তা বেশ স্পষ্ট। পোস্টারের আবহে ব্যবহার করে হয়েছে ‘সত্যান্বেষী ব্যোম ব্যোম’ গান।
এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছে বিরসা দাশগুপ্ত। দেবের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পাশাপাশি ছবিটি প্রযোজনা করছে শ্যাডো ফিল্মস। চলতি বছর জানুয়ারি মাসে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ নিয়ে ছবি তৈরির ঘোষণা করেছিলেন দেব, তখন থেকেই ব্যোমকেশ লুকে দেবকে মুখিয়ে ছিল ভক্তরা, অবশেষে আজ সেই আশা পূরণ হল। পোস্টার শেয়ার করে দেব বিবরণীতে লেখেন, ‘কঠিন …….কিন্তু অসম্ভব নয়…ব্যোমকেশ ও দুর্গ রহস্য। দেখা হচ্ছে সিনেমা হলে।’
আরও পড়ুন: Shah Rukh Khan: কলকাতার অ্যাসিড আক্রান্তদের পাশে শাহরুখ, আমন্ত্রণ জানালেন মন্নতে
সূত্রের খবর, ‘ব্যোমকেশ’ দেবের সহকারী হিসাবে কাজ করছেন অম্বরীশ ভট্টাচার্য। ‘সত্যবতী’র চরিত্রে কে থাকবেন সেই নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। প্রথমে শোনা গিয়েছিল মৌনি রায়কে এই চরিত্রে দেখা যাবে, পরে শোনা যায় পূজা বন্দ্যোপাধ্যায়ের কাছে সত্যবতী হওয়ার অফার গিয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছে, ‘ঘরের লক্ষ্মী’ রুক্মিণীও এই ছবিতে থাকতে পারেন ‘সত্যবতী’ হিসাবে। যদিও কোনওটাই চূড়ান্ত নয়।
রুপোলি পর্দায় ব্যোমকেশের ছড়াছড়ি। উত্তম কুমার, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ থেকে অনির্বাণ ভট্টাচার্যকে বাঙালি দর্শক দেখেছে ব্যোমকেশ হিসাবে। হিন্দি ছবির পর্দাতেও সুশান্ত সিং রাজপুত ‘ডিটেক্টিভ ব্যোমকেশ’ হয়ে ধরা দিয়েছেন। আর সেই তালিকায় নয়া সংযোজন দেব।
এখানেই শেষ নয়, এদিন প্রকাশ্যে এসেছে দেবের আপকামিং ছবি ‘প্রধান’ এর ঘোষণা। দেবের প্রযোজনা সংস্থা এবং বেঙ্গল টকিজের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘প্রধান’। পোস্টার শেয়ার করে দেব জানিয়েছেন, অভিজিৎ সেন পরিচালিত ছবি ‘প্রধান’ মুক্তি পাবে ক্রিসমাসে। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়। ‘টনিক’ এর পর ফের অতনু রায়চৌধুরী,দেব,অভিজিৎ সেন এবং পরাণ বন্দ্যোপাধ্যায় একসঙ্গে কাজ করতে চলেছেন।