NCW Chairperson Rekha Sharma writes to DG of West Bengal Police over allegation of Unnatural death of a minor girl in Kaliaganj

Kaliaganj: ছাত্রীকে খুনের ঘটনায় ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের

ছাত্রী খুনের ঘটনায় নতুন করে উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সাহেবঘাটা। মূল অভিযুক্তকে গ্রেপ্তারির দাবিতে পথে নেমে বিক্ষোভ এলাকাবাসীর। এলাকায় দোকানপাট, টোটো ভাঙচুর। আগুনও লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও ব়্যাফ। এদিকে,  এই ঘটনায় আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের। শনিবার ওই গ্রামে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিকেলে গ্রামে যাওয়ার কথা রাজ্য এবং জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের।

পরিবারের তরফে দাবি করা হচ্ছে, ধর্ষণ করে খুন করা হয়েছে নাবালিকাকে। এবার কালিয়াগঞ্জের ঘটনায় রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠাল জাতীয় মহিলা কমিশন। কমিশনের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি টুইটার পোস্ট হওয়া ভিডিয়োর মাধ্যমে তারা জানতে পেরেছে কালিয়াগঞ্জে এক নাবালিকাকে একদল ব্যক্তি ধর্ষণ করে খুন করেছে। কমিশনের দাবি, ওই ভিডিয়োও পুলিশকর্মীদের দেখা গিয়েছে মৃতা দেহ নির্মমভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিলেন। সেই ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন (National Commission for Women)।

আরও পড়ুন: Extra Marital Relation: পরকীয়ায় জড়ানো স্বামীর যৌনাঙ্গ কেটে খুন করলেন স্ত্রী! মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদে

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা (Rekha Sharma) কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে। তদন্ত প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে হয় এবং যাতে অযথা সময় নষ্ট না হয়, তা নিশ্চিত করার জন্য ডিজিকে ব্যক্তিগতভাবে তদন্ত প্রক্রিয়ার উপর নজরদারির কথা বলা হয়েছে জাতীয় মহিলা কমিশনের পাঠানো ওই চিঠিতে।

রেখা শর্মা ওই চিঠিতে আরও লিখেছেন, যে পুলিশকর্মীরা নাবালিকার দেহ ওইভাবে টেনে নিয়ে যাচ্ছিলেন, তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার জন্য। নাবালিকার মৃত্যুর ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই যেন যথাযথ ধারায় এফআইআর রুজু করা হয়, সেই কথাও বলা হয়েছে চিঠিতে। পুলিশের তরফে কী পদক্ষেপ করা হচ্ছে, তা আগামী তিন দিনের মধ্যে জাতীয় মহিলা কমিশনকে জানাতে বলা হয়েছে।

আরও পড়ুন: West Bengal Weather: দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে শুক্রবার বিকেল থেকেই, কবে কোথায় বর্ষণ?