ক আমাদের শরীরচর্চার গুরুত্বপূর্ণ অংশ। তাই ত্বককে যতটা সম্ভব সুরক্ষা দেওয়ার চেষ্টা করুন। ত্বকের উপর বিভিন্ন হরমোনের প্রভাব পড়ে। এমনকী রোজকার জীবনের সমস্যা, দূষণ-সব কিছুই প্রভাব ফেলে আমাদের শরীরে। গরমে বাড়ে যে কোনও ত্বকের সমস্যা। রোদে পোড়া কালো দাগ, ছোপ, ব্ল্যাক হেডস,পিম্পল এসব নানা সমস্যা বাড়ে গরমে। আপনি যদি এই গরমে ত্বকের নানা সমস্যা দূর করতে চান, ত্বককে ঠান্ডা রাখতে চান তাহলে ঘরেই বানিয়ে নিন কিছু ঘরোয়া প্যাক।
শসা অ্যালোভেরা প্যাক
শসা যেমন ত্বককে ভালো রাখে তেমনই অ্যালোভেরা জেলও ত্বককে ভীষণ ভালো রাখে। এই দুই উপাদানকে মিশিয়ে ত্বকে লাগালে বার্ধক্যের ছাপ কমায়, একই সঙ্গে ত্বককে এটি হাইড্রেটেড রাখে। এটার জন্য আপনাকে শসার টুকরো এবং অ্যালোভেরা জেলকে মিক্সিতে পেস্ট করতে হবে। এবার মুখ ভালো করে ধুয়ে নিয়ে এই ফেসপ্যাক মুখে লাগান। এবার ২০ মিনিট থেকে আধ ঘণ্টা মুখে লাগিয়ে রাখুন। তারপর মুখ ধুয়ে নিন।
পুদিনা এবং টক দইয়ের ফেসপ্যাক
পুদিনা পাতা পেস্ট করুন। তারপর তাতে টক দই মিশিয়ে সেই প্যাক মুখে লাগান। এবার এটিকে মিনিট ১০-১৫ রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক যেমন ঠান্ডা থাকে তেমনই দই মুখকে উজ্জ্বল করে এবং এক্সফোলিয়েট করে।
আরও পড়ুন: Winter Care Tips: ত্বকের কোমলতা ফেরাতে স্নানের জলে কয়েক ফোঁটা কী মেশাবেন?
গোলাপ জল আর চন্দনের ফেসপ্যাক
এটার জন্য এক চামচ চন্দন গুঁড়ো নিন। এবার তাতে এক চামচ গোলাপ জল মিশিয়ে একটা মিশ্রণ বানান। এবার এটাকে মুখে লাগান। এর মধ্যে চন্দন মুখের ত্বককে ঠান্ডা রাখে এবং গোলাপ জল ত্বককে হাইড্রেটেড রাখে।
শসা এবং দইয়ের ফেসপ্যাক
রোদে বেরিয়েই ত্বক জ্বালা করছে, চুলকাচ্ছে? তাহলে এই প্যাক লাগাতে পারেন মুখে। এটা ত্বককে ঠান্ডা রাখে। রোদের তাপে ত্বকের ক্ষতি হলে সেটাকে সারিয়ে তোলে। একই সঙ্গে এই প্যাক ট্যান দূর করে। এটার জন্য শসার পেস্টে এক চামচ দই মেশান এবার এবার সেটাকে মুখে লাগান। প্রয়োজনে হাতেও লাগাতে পারেন। এবার মিনিট ২০ রেখে ধুয়ে ফেলুন।
গ্রিন টি এবং মধুর ফেসপ্যাক
এক চামচ গ্রিন টি জলে ভিজিয়ে রাখুন আগে। মিনিট দশ পরে পাতা ছেঁকে জল তুলে নিন। এবার তাতে এক চামচ মধু মেশান। এবার এটাকে মুখে লাগিয়ে রাখুন মিনিট ১৫। তারপরও ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। গ্রিন টিতে অ্যান্টি অক্সিডেন্ট আছে j ত্বককে ভালো রাখে ঠান্ডা রাখে। মধু আবার ত্বককে হাইড্রেটেড রাখে।
আরও পড়ুন: Mehendi: ঈদে মেহেন্দি লাগাবেন? জানুন কোন টোটকা মানলে রং গাঢ় হবেই