Kaliaganj: Police beaten black and blue by local people in Kaliaganj

Kaliaganj: ঘরে ঢুকে বেধড়ক মার কালিয়াগঞ্জে! খাটের তলায় ঢুকে প্রাণভিক্ষা পুলিশকর্মীদের

কালিয়াগঞ্জে ঘরে বন্ধ করে পুলিশকর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে। মঙ্গলবার আদিবাসী ও রাজবংশীদের কালিয়াগঞ্জ থানা অভিযানের সময় থানা লাগোয়া একটি বাড়িতে প্রায় ২৫ জন পুলিশকর্মীকে ঘরে বন্ধ করে ৩ ঘণ্টা ধরে মারধর করে জনতা। পরে গুরুতর আহত পুলিশকর্মীদের উদ্ধার করে থানার বিশেষ বাহিনী।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় আগুন ধরিয়ে দেওয়ার পর উন্মত্ত জনতার হাত থেকে বাঁচতে স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন পুলিশকর্মীরা। কিন্তু সেখানেও ঢুকে পড়ে ওই জনতা। তার পর চলে মারধর। হাতজোড় করেও রক্ষা পাননি পুলিশকর্মীরা। বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর।

আরও পড়ুন: Weather Update: কবে থেকে নামবে পারদ? অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর

যে বাড়িতে পুলিশকর্মীরা আশ্রয় নিয়েছিলেন, সেখানকার বাসিন্দারা জানিয়েছেন প্রাণ বাঁচাতে তাঁদের বাড়িতে ঢুকে পড়েছিলে কয়েক জন পুলিশকর্মী। কিন্তু তাঁদের পিছু পিছু ঘরে ঢুকে পড়েন কয়েক জন। ভয়ের চোটে ঘরে থাকা একটি খাটের নীচে লুকিয়ে পড়েছিলেন পুলিশকর্মীরা। কিন্তু ওই ঘরে ঢুকে টেনেহিঁচড়ে বের করে লাঠি চালানো হয় তাঁদের উপর। চড়-ঘুষিও মারতে দেখা যায় কাউকে কাউকে।

জখম পুলিশকর্মীদের ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উল্লেখ্য, এক নাবালিকাকে ধর্ষণ এবং খুনের অভিযোগে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত কালিয়াগঞ্জ থানা এলাকা। মঙ্গলবার বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন আদিবাসী সংগঠন ওই অপরাধের ঘটনার প্রতিবাদে শামিল হয়। থানার সামনেও বিক্ষোভ প্রদর্শন হয়। তার পর দুপুরে শুরু হয় অশান্তি। কালিয়াগঞ্জে পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়ার অভিযোগ ওঠে। আগুন লাগিয়ে দেওয়া হয় থানার সামনে। পুড়ে খাক হয়ে যায় থানার বেশ কিছু অংশ। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তার পরেই ভাইরাল হয়েছে পুলিশকে মারধরের ছবি।

আরও পড়ুন: Break Dance Ride : চলন্ত ব্রেক ডান্স দোলনা থেকে ছিটকে পড়লেন যুবতী, তারপর…