Rajasthan: Landlord installs CCTV cameras in female students bathroom

CCTV camera: ছাত্রীদের শোওয়ার ঘর ও বাথরুমে গোপন সিসিটিভি বসিয়ে গ্রেফতার বাড়িওয়ালা

ঘর ভাড়া দিয়ে সেখানে সিসিটিভি ক্য়ামেরা (CCTV Cameras) বসিয়েছিলেন বাড়ির মালিক রাজেন্দ্র সোনি। ভাড়াটের শোওয়ার ঘর ও বাথরুমে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন তিনি। আড়াল থেকে তিন ভাড়াটে মেয়েদের উপর নজর রাখার পরিকল্পনা করেছিলেন তিনি। এবার নিজের জালেই ধরা পড়ে আপাতত শ্রীঘরে ব্যক্তি। রাজস্থানের (Rajasthan) উদয়পুরের ঘটনা। গতকালই তাঁকে আদালতে পেশ করা হয়েছে।

৮ মাস আগে রাজেন্দ্রর ফ্ল্যাট ভাড়া নেন ওই তিন তরুণী । তখন তাঁরা একেবারেই টের পাননি তলে তলে বাড়িওয়ালা এই ফন্দি আঁটছেন। ওই ফ্ল্যাটের শোওয়ার ঘরে ও বাথরুমে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন রাজেন্দ্র। আর তার সঙ্গে নিজের ফোন কানেক্ট করেছিলেন। আর ওই মেয়েদের বিভিন্ন সময়ের দৃশ্য নিজের মোবাইল ফোন থেকে উপভোগ করতেন তিনি। তবে কথাতেই আছে ধর্মের কল বাতাসে নড়ে। পুলিশ জানিয়েছে, একদিন ফ্ল্যাটে শর্ট সার্কিট হওয়ার পর ইলেকট্রিশিয়ান আসে। তখনই শোওয়ার ঘর ও বাথরুমে সিসিটিভি ক্যামেরার হদিশ মেলে।

পুলিশি জিজ্ঞাসাবাদে রাজেন্দ্র জানান, তাঁর সিসিটিভি ক্যামেরা ও কম্পিউটারের ব্যবসা। নিজে একজন আইটি বিশেষজ্ঞও। কম্পিউটার অ্য়াপ্লিকেশনে তাঁর স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে। স্পাই ক্যামেরা সম্বন্ধে তাঁর অনেক জ্ঞান রয়েছে। কীভাবে সেই ক্যামেরা ইনস্টল করতে হয়, তাও তাঁর জানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছুটিতে যুবতীরা বাড়ি যাওয়ার পর তিনি ডুপ্লিকেট চাবি নিয়ে তাঁদের ফ্ল্যাটের দরজা খুলে তিনটি সিসিটিভি ক্যামেরা বসান। এদিকে ছাত্রীদের ওয়াই-ফাই দেওয়ার নামে একটি রাউটারও বসানো হয়েছিল। মেয়েদের ভিডিয়ো দেখার জন্য নেহাত সখেই এই কাজ করেছিলেন তিনি। অভিযুক্তের বাড়ি থেকে ডুপ্লিকেট চাবি, সিসিটিভি ক্যামেরা ও রাউটার উদ্ধার করেছে পুলিশ। গত ২৭ এপ্রিল রাজেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। গতকাল আদালতে পেশ করা হলে ১৫ মে অবধি তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।