দীর্ঘ সঙ্গীত কেরিয়ারে বহু সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। ‘একলা ঘর আমার দেশ’ গানটিও ফসিলস এর জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম। প্রতিটি কনসার্টেই রূপমের গানের তালিকায় থাকে ‘একলা ঘর’। আর নয়তো অবধারিতভাবে গানটি গাওয়ার আবদার আসে শ্রোতাদের থেকে। কিন্তু এই গানটিই নাকি অন্য জায়গা থেকে ‘টোকা’ এমনই অভিযোগ উঠল রূপমের বিরুদ্ধে।
সোশ্যাল মিডিয়ায় জনৈক নেটনাগরিকের দাবি, ব্রিটিশ গায়ক তথা গীতিকার ক্রিস ডে বুর্গের ‘আই অ্যাম নট ক্রাইং ওভার ইউ’ গানটি থেকে টোকা রূপমের একলা ঘর। কার্যত ইংরেজি গানটি বাংলায় অনুবাদ করে নতুন গান বানিয়েছেন রূপম। ইংরেজি গানটি মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। আর রূপমের গান মুক্তি পায় ২০০১ সালে। পোস্টে দুটি গানের লিরিক্সের স্ক্রিনশট দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে, ক্রিসের গানের প্রতিটি লাইনের বঙ্গানুবাদ করলেই তৈরি হয়ে যাচ্ছে ‘একলা ঘর’। তবে দুটি গানের সুরে কোথাও মিল নেই।
আরও পড়ুন: Ranbir Kapoor: কথা বলতে গিয়ে অপ্রস্তুত! উরুতে গরম কফি উল্টে ফেললেন রণবীর, তারপর?
পোস্টের ক্যাপশনে কটাক্ষ করে লেখা, ‘ছোটবেলা থেকে ভাবতাম আমাদের সো কল্ড বং রক সম্রাট রূপম ইসলাম তথা ফসিলের অরিজিন্যাল লিরিক্স হল একলা ঘর। এরকম আরও কত যে গান আছে, বেশির ভাগই কপি করা বোধহয়। ওহ সরি, বঙ্গানুবাদ। আমার গোটা ছোটবেলাটাই মিথ্যে।’ কমেন্ট বক্সেও কটাক্ষের ঢেউ। কেউ কেউ লিখছেন, ‘একটু বলে কয়ে তো চুরি করতে পারেন!!!? এইভাবে বাচ্চা ছেলেপুলেকে চার অক্ষরের বোকা বানানোর কোনো মানে হয়’! আবার কারোর কটাক্ষ, প্ল্যাগারিজম প্রো ম্যাক্স আলট্রা। এমনকি রূপম ইসলামের বদলে রূপম ‘ঝাঁপলাম’ বলেও চলছে ট্রোলিং।
যদিও গায়ক দুর্নিবার সাহা গোটা বিষয়টি নিয়ে রিপোমের পশে দাঁড়িয়েছেন। একটি ছবি পোস্ট করে লিখেছেন, গানটি যে ক্রিস ডে বুর্গের ‘আই অ্যাম নট ক্রাইং ওভার ইউ’ গানটি থেকে অনুপ্রাণিত তা সেই সময়ই জানিয়েছিলেন রূপম। যে গান, যাঁর গান নিয়ে এত বিতর্ক, এত ঝামেলা তিনি এখনও পর্যন্ত কিছুই বলেননি এই বিষয়ে। তবে তাঁর সহধর্মিণী, রূপসা দাশগুপ্ত কিন্তু ট্রোলারদের মোটেই ছাড়লেন না। কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। লিখলেন, ‘ওরে ছাগলের দল বাঙালিকে ক্রিস দে বার্গের গান চেনাল কে? প্রথম তো সেই ২০০৫ এ এপিটাফ পড়েই জানলি।’
আরও পড়ুন: Priyanka-Nick: হিল জুতোয় আটকে গেল গাউন! মুখ থুবড়ে পড়ার মুখে প্রিয়াঙ্কাকে বাঁচালেন নিক, দেখুন Video