Howrah Station: street child rice ceremony organised at howrah railway platform by grp

Howrah Station: প্ল্যাটফর্মেই জন্ম, উপহারের ডালি সাজিয়ে গণেশের ‘মুখে ভাত’ দিল GRP

এক পথশিশুর অন্নপ্রাশন অনুষ্ঠান হল হাওড়া স্টেশনে। চাইল্ড লাইন ও হাওড়া জিআরপি-র উদ্যোগে এই অনুষ্ঠান হল। হাওড়া স্টেশনে এই প্রথম কোনও পথশিশুকে মুখে ভাত খাওয়ানো হল। ব্যস্ততম হাওড়া স্টেশনে এই দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলেন যাত্রীরাও। উদ্যোগকে জানালেন সাধুবাদ।

মাস সাতেক আগে হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে পুত্র সন্তানের জন্ম দেন টুম্পা দাস। সন্তান জন্মের আগেই তার বাবা মারা যায় বলে জানা গিয়েছে। স্টেশনের চাইল্ড লাইন সংস্থা এবং হাওড়া জিআরপি আধিকারিকরা মা ও সন্তানকে নিজেদের উদ্যোগে হাসপাতালে নিয়ে যান। দু’জনেই সুস্থ হয়ে ফিরে আসে।

আরও পড়ুন: Medinipur: বিজেপির ডাকা বন্‌ধ ঘিরে উত্তপ্ত ময়না, দফায় দফায় অবরোধ, জ্বলল আগুনও

টুম্পা দাস স্টেশন চত্বরে হোটেলে কাজ করেন। তাঁর সন্তান গনেশ দাসকে দেখাশোনা করে চাইল্ড লাইনের কর্মীরা। রাতে স্টেশন চত্তরেই মায়ের সঙ্গে রাত কাটায় গনেশ। এভাবেই বড় হয়ে ওঠে সে। ধীরে ধীরে সকলেরই খুব প্রিয় হয়ে ওঠে গনেশ। ছয় মাস কেটে যাওয়ায় ঠিক করা হয়, তার অন্নপ্রাশন করা হবে। রবিবার স্টেশনে চাউল্ড লাইনের অফিসে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে মুখে ভাত দেওয়া হয় গণেশের। বেজায় খুশি গণেশের মা সহ উপস্থি অন্যান্যরা।

হাওড়া জিআরপি-র ইনসপেকটর সিদ্ধার্থ রায় জানান, স্টেশনে আর পাঁচটা শিশুর যখন অন্নপ্রাশন হয় তাহলে স্টেশন চত্বরে থাকা শিশুরা কেন বঞ্চিত হবে? এই ভাবনা থেকেই আজকের অনুষ্ঠান। চাইল্ড লাইনের ডিরেকটর জর্জ সি জে জানান, পথশিশুরা যাতে বিপথগামী না হয়, তারজন্য  সবসময় নজর রাখা হয়। আজকের এই অনুষ্ঠান তাদের ভালোভাবে থাকতে উৎসাহিত করবে।

আরও পড়ুন: Cyclone Mocha: আজই নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত, তারপরই জানা যাবে ঘূর্ণিঝড় মোকার অভিমুখ