KKR vs PBKS: IPL 2023: Nitish Rana Fined Rs 12 Lakh for Breaching Code of Conduct During PBKS Clash

KKR vs PBKS: ম্যাচ জিতেও মাথায় হাত অধিনায়ক রানার, হল ১২ লাখ টাকা জরিমানা

পরপর দুই ম্যাচে জয় কলকাতা নাইট রাইডার্সের। যার ফলে কিছুটা হলেও স্বস্তিতে নীতীশ রানার দল। বিশেষ করে ঘরের মাঠে যেভাবে পঞ্জাব কিংসকে হারিয়েছে তারা তাতে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই সঙ্গে পয়েন্ট টেবিলে যেমন অনেকটা উঠে গিয়েছেন তারা, তেমনই প্লেঅফের যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে চন্দ্রকান্ত পণ্ডিতের দল।

এই ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অধিনায়ক নীতীশ রানা। ৩৮ বলে ৬টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে ৫১ রান করেন তিনি। পাশাপাশি আন্দ্রে রাসেলকেও তাঁর পুরনো ফর্মে দেখা যায়। ২৩ বলে ৩টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে ৪২ রান করেন ক্যারিবিয়ান তারকা। যার কথা বলতেই হবে, তিনি হলেন রিঙ্কু সিং। যিনি ১০ বলে ২টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সাহায্য়ে ২১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে দেন। নাইট ব্যাটারদের দুর্দান্ত পারফম্যান্সে ভর করে পঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়ে দেয় কেকেআর।

আরও পড়ুন: IPL 2023 KKR: পয়েন্ট টেবিলে আট নম্বরে, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

আইপিএলের সরকারী বিবৃতি অনুসারে, সোমবার রাতে ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিপক্ষে পুরো ম্যাচ জুড়ে ধীরগতির ওভার-রেট বজায় রাখার জন্য রানাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে,’ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানাকে জরিমানা করা হয়েছে কারণ তাঁর দল টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে স্লো ওভার-রেট বজায় রেখেছে। যেহেতু আইপিএলের ন্যূনতম ওভার-রেটের অপরাধের সাথে সম্পর্কিত আচরণবিধির অধীনে এটি তাঁর দলের এই মরসুমে প্রথম অপরাধ ছিল, তাই মিঃ রানাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

সোমবার ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে পঞ্জাব কিংস। শিখর ধাওয়ান ৪৭ বলে ৯টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে ৫৭ রান করেন। পাশাপাশি দুর্দান্ত বোলিং করেন কেকেআরের বরুণ চক্রবর্তী। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৬ রানে ৩ উইকেট তুলে নেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে নীতীশ রানার দুর্দান্ত অর্ধশতরান এবং রাসেলের ২৩ বলে ৪২ রানের তাণ্ডবে ভর করে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় কলকাতা নাইটরাইডার্স। শেষ বলে রিংকু ফাইন লেগ দিয়ে যার মেরে কেকেআরকে পঞ্চম স্থানে তুলে নিয়ে আসেন।

আরও পড়ুন: Wrestler’s Protest: সৌরভের ‘গা বাঁচানো’ মন্তব্য নিয়ে মুখ খুললেন ভিনেশ, বললেন, ‘আন্দোলন জানতে হলে যন্তর মন্তরে আসুন!’